‘বাংলাদেশও হয়তো পিচ বুঝতে পারেনি’

সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলে গেলেন, উইকেট ভালোভাবেই বুঝতে পেরেছিলেন তারা। ধরতে পেরেছিলেন এখানে ১৩৫-১৪০ রানই ভালো সংগ্রহ। তবে আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবির ধারণা, শুরুতে উইকেট ধরতে পারেনি বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2022, 04:06 PM
Updated : 5 March 2022, 04:06 PM

টসের সময় বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছিলেন, উইকেট বেশ শক্ত। এখানে আগে ব‍্যাট করা ভালো হবে। মোহাম্মদ নবি বলেছিলেন, টস জিতলে আগে ব‍্যাট করতেন তিনিও।

উইকেটে সবুজ ঘাস থাকলেও বল গ্রিপ করেছে। কখনও কখনও লাফিয়েছে, নিচু হয়েছে। পেসারদের বল স্কিড করেছে। সব মিলিয়ে ব‍্যাটিংয়ের জন‍্য খুব একটা সহায়ক ছিল না। 

বাংলাদেশ থমকে যায় ১১৫ রানে। সেই রান তাড়ায় আফগানদের খেলতে হয় ১৮তম ওভার পর্যন্ত। ৮ উইকেটে ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে নবি বলেন, উইকেট বুঝে সঠিক পরিকল্পনার জন্যই কম রানে থামিয়ে দিতে পেরেছিলেন স্বাগতিকদের।

“পিচ দেখতে ভালোই ছিল। এটা কেউই...আমার মনে হয় বাংলাদেশও পিচ বুঝতে পারেনি।”

“এটা প্রায়শই হয় বাংলাদেশে, যখন তারা বুঝতে পারে না পিচ ব্যাটিংয়ের জন্য খুব একটা ভালো নয়, এ কারণে আমরা পরিকল্পনা করে তাদের অল্প রানে আটকে রাখতে পেরেছি। এ কারণে বোলাররা খুব ভালো করেছে। বিশেষ করে ফিল্ডাররা তাদের ভালো সাহায্য করতে পেরেছে।”