মুশফিকের চোটে টি-টোয়েন্টি দলে সোহান

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজেও ব‍্যাট হাতে ব‍্যর্থতায় জায়গা হারিয়েছিলেন দলে। তবে মুশফিকুর রহিমের চোট শঙ্কায় সতর্কতার অংশ হিসেবে ফের দলে ডাক পেলেন নুরুল হাসান সোহান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2022, 05:40 PM
Updated : 2 March 2022, 06:05 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার অনুশীলনের সময় হাতে চোট পান মুশফিক। রাত সাড়ে দশটার দিকে সোহানকে দলে যুক্ত করার কথা জানায় বিসিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো কারণ জানানো না হলেও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন, সতর্কতার অংশ হিসেবেই দলে নেওয়া হয়েছে সোহানকে।

“মুশফিক ডান হাতের আঙুলে ব্যথা পেয়েছে। ২৪ ঘণ্টা না গেলে বলা যাচ্ছে না কী হয়। তাই সতর্কতার জন্য বাড়তি কিপার নেওয়া হয়েছে।”

সোহান ২০২১ সালে ২১ টি-টোয়েন্টি ম‍্যাচের ১৮ ইনিংসে ১০৭.৪৩ স্ট্রাইক রেটে রান করেছেন কেবল ১৫৯। একবারও যেতে পারেননি ৩০ পর্যন্ত। ১১ বার যেতে পারেননি দুই অঙ্কে। সর্বোচ্চ ২৮।

ভালো করতে পারেননি কদিন আগে হয়ে যাওয়া বিপিএলেও। ৯ ইনিংসে মাত্র ৮.২৫ গড়ে করেন ৬৬ রান, সর্বোচ্চ ১৭। স্ট্রাইক রেট ৯০.৪১। ফরচুন বরিশালের হয়ে আসরে ১০ এর বেশি রান করেছেন এমন ব‍্যাটসম‍্যানদের মধ‍্যে যা ছিল সবচেয়ে কম।

লিটন দাস থাকায় স্কোয়াডে এমনিতেই একজন বাড়তি কিপার আছেন। তবুও ফেরানো হলো সোহানকে।

এর আগে বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরি জানান, মুশফিকের আঙুলে স্ক‍্যান করানো হয়েছে, তাতে কোনো সমস‍্যা ধরা পড়েনি।

“সকাল পর্যন্ত পর্যবেক্ষণে থাকবে। রাত পর্যন্ত ব্যথা কেমন থাকে সেটা দেখতে হবে। প্রথম ম্যাচ তাকে খেলানো বা না খেলানোর সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।”

মিরপুরে বৃহস্পতিবার বেলা তিনটায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি। একই ভেন‍্যুতে শনিবার হবে দ্বিতীয় ও শেষ ম‍্যাচ।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, ইয়াসির আলি চৌধুরি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান।