অস্ত্রোপচার প্রয়োজন মাশরাফির

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদলের প্রথম দিন নতুন ঠিকানা খুঁজে নিলেন মাশরাফি বিন মুর্তজা। শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ছেড়ে যোগ দিলেন লেজেন্ডস অব রূপগঞ্জে। তবে বিপিএলে পাওয়া চোটে অনিশ্চিত তার নতুন দলের হয়ে খেলা। চোট থেকে সেরে উঠতে প্রয়োজন অস্ত্রোপচারের। সেটা কবে করাতে হবে এর উপর নির্ভর করছে লিস্ট ‘এ’ ক্রিকেটে তার খেলা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2022, 02:07 PM
Updated : 2 March 2022, 02:07 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের দলবদলের শুরুর দিন বুধবার সশরীরে মাশরাফিসহ ৩৯ জন খুঁজে নেন নতুন ঠিকানা। এর বাইরে অনেকেই দলবদলের কাজ সেরেছেন অনলাইনে।

লেজেন্ডস অব রূপগঞ্জে যোগ দেওয়ার পর মাশরাফি জানান, বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে ভারতে যাচ্ছেন তিনি।

“আমার অ্যাপয়েনমেন্ট নেওয়া ৯ তারিখে। আমি যাচ্ছি চারদিন আগে। প্রথম কদিন পরিবারকে সময় দিব। ৯ তারিখ চেন্নাই যাব। সেদিনই অ্যাপোলো হাসপাতালে ডাক্তার দেখাব। উনি স্ক্যানের ছবি দেখে অ্যাপয়েনমেন্ট দিয়েছেন। সামনাসামনি দেখার পরে উনি সিদ্ধান্ত নেবেন অস্ত্রোপচারের।”

ক্যারিয়ার জুড়ে অসংখ্যবার চিকিৎসকের ছুরির নিচে গিয়েছেন মাশরাফি। আরও একবার যেতে আপত্তি নেই। তবে সম্ভব হলে আরও কিছু দিন অপেক্ষা করতে চান।

“আমার ইচ্ছা প্রিমিয়ার লিগ খেলে করানোর। কিন্তু চিকিৎসক চাচ্ছেন আগেই করাতে। এটা এখন মিলিয়ে নিতে হবে। আমার কোমড়ের ডিস্কে অস্ত্রোপচার করাতে হবে। লিগ শুরুর আগে এক মাস সময় পেলে আগেই করাতাম। কিন্তু সেই সময় তো নেই।”

টেস্ট ক্রিকেট খেলার বাস্তবতা অনেক আগে থেকেই নেই। ২০১৭ সালের শ্রীলঙ্কা সফর দিয়ে ইতি টানেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে। ২০২০ সালের মার্চ থেকে ওয়ানডেতেও নেই জাতীয় দলে। তবে ক্রিকেটকে ভালোবেসে যতদিন সম্ভব খেলে যেতে চান ঘরোয়া ক্রিকেট।

“ঢাকা লিগ তো খেলছি। মাঝে কিছু দিন লিগ হয়নি। লিগ হলে খেলতাম। এখনো খেলছি। দেখা যাক সামনে। আর এটা তো হবেই। একটা প্রক্রিয়ার মাধ্যেম একজন খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ হয়ে যায়। পুরো ক্যারিয়ারে যারা আমাকে সমর্থন করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”