র্যাঙ্কিংয়ে শ্রেয়াসের বড় লাফ, সেরা দশে রশিদ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2022 05:35 PM BdST Updated: 02 Mar 2022 05:35 PM BdST
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শ্রেয়াস আইয়ারের অসাধারণ পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন তিনি। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে, ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ও নিউ জিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্ট বিবেচনায় নিয়ে বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি।
দেশের মাটিতে লঙ্কানদের বিপক্ষে ভারতের ৩-০ ব্যবধানে জেতা সিরিজে তিন ম্যাচের প্রতিটিতেই শ্রেয়াস করেন অপরাজিত ফিফটি। ১৭৪.৩৫ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ২০৪ রান করে হন সিরিজ সেরা। তাতে র্যাঙ্কিংয়ে ২৭ ধাপ এগিয়ে তিনি উঠেছেন ১৮ নম্বরে।
এই সিরিজে বিশ্রামে থাকা সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি শীর্ষ দশের বাইরে চলে গেছেন। পাঁচ ধাপ পিছিয়ে তিনি আছেন ১৫ নম্বরে। দ্বিতীয় ম্যাচে ৭৫ রানের দারুণ ইনিংস খেলা শ্রীলঙ্কার পাথুম নিসানকা এগিয়েছেন ছয় ধাপ, আছেন নবম স্থানে।
২০ ওভারের ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন যথারীতি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বোলারদের র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি ও অলরাউন্ডারদের তালিকায় আফগানিস্তানের মোহাম্মদ নবি শীর্ষস্থান ধরে রেখেছেন।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাঁচ উইকেট নেওয়া রশিদ র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ছয় ধাপ, আছেন নবম স্থানে। তার স্বদেশি স্পিনার মুজিব উর রহমান এক ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছেন।
এই সংস্করণে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাবর আজম, বোলারদের তালিকায় ট্রেন্ট বোল্ট ও অলরাউন্ডারদের মধ্যে সাকিব আল হাসান আগের মতো শীর্ষে আছেন।
টেস্ট র্যাঙ্কিংয়ে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার তিন নম্বরে উঠে আসা। নিউ জিল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত দুই ম্যাচের সিরিজে তার প্রাপ্তি ১০ উইকেট। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬০ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। ১৯৮ রানের জয়ে সিরিজে সমতা ফেরায় তার দল।
নিউ জিল্যান্ডের পেসার কাইল জেমিসন দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছেন। তার স্বদেশি পেসার টিম সাউদি এক ধাপ পিছিয়ে ছয় নম্বরে আছেন। সেরা দশে পরিবর্তন এই তিনটিই। সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে ১৭তম স্থানে আছেন নিউ জিল্যান্ডের ডেভন কনওয়ে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি খেলেন ৯২ রানের ইনিংস।
এখানে শীর্ষে যথারীতি অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতো চূড়ায় আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের