প্রথম টেস্টে হাসান ও ফাহিমকে হারাল পাকিস্তান

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান দল। চোট পেয়ে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন ফাস্ট বোলার হাসান আলি ও পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2022, 10:42 AM
Updated : 28 Feb 2022, 10:42 AM

তাদের জায়গায় দলে নেওয়া হয়েছে ইফতিখার আহমেদ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড রোববার রাতে বিবৃতি দিয়ে জানায় বিষয়টি।

হাসান ও ফাহিম দুই জনই চোট পান রোববার শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার সময়ে। গত শুক্রবার এলিমিনেটরে লাহোর কালান্দার্সের বিপক্ষে হেরে দলের বিদায় নেওয়া ম্যাচে ফাহিম খেলতে পারেননি হ্যামস্ট্রিংয়ের চোটে। হাসান ম্যাচটি খেললেও লাহোরের ইনিংসের শেষ দিকে মাঠ ছাড়েন অস্বস্তি নিয়ে। অ্যাবডাক্টর স্ট্রেইনে ভুগছেন তিনি। 

দুই জনই গত বছর পাকিস্তানের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০২১ সালে আট টেস্ট খেলে ফাহিম উইকেট নেন যদিও মাত্র ১০টি। তবে তার ব্যাটিং গড় ছিল ৪০ এর কাছাকাছি।

আর হাসান গত বছর টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। আট টেস্টে ১৬ গড়ে তার প্রাপ্তি ছিল ৪১ উইকেট। তার ওপরে ছিলেন স্বদেশি শাহিন শাহ আফ্রিদি (৪৭) ও ভারতের রবিচন্দ্রন অশ্বিন (৫৪)।

আগামী ১২ মার্চ করাচিতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে দুই জনই ফিট হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরু হবে আগামী শুক্রবার। দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে এসেছে অস্ট্রেলিয়া।