৪৯ বলে সেঞ্চুরি টেইলরের

টেস্ট ক্রিকেটের সঙ্গে সম্পর্ক চুকেবুকে গেছে গত মাসে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন আর একটি ওয়ানডে সিরিজ খেলেই। তবে রস টেইলরের ব্যাটের ধার যে যথেষ্টই আছে এখনও, তা টের পেলেন ওয়েলিংটন ফায়ারবার্ডসের বোলাররা। সেন্ট্রাল স্ট্র্যাগসের হয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান করলেন বিধ্বংসী এক সেঞ্চুরি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2022, 07:54 AM
Updated : 18 Feb 2022, 07:54 AM

নিউ জিল্যান্ডের ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে শুক্রবার এই ইনিংসটি খেলেন টেইলর। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সেঞ্চুরি করেন স্রেফ ৪৯ বলে!

নিউ প্লাইমাউথে এই ম্যাচে টেইলর যখন উইকেটে যান, সেন্ট্রাল স্ট্র্যাগস তখন ১০ ওভারে ৭০ রান তুলে ফেলেছে। উদ্বোধনী জুটি ভাঙার পর ক্রিজে যান টেইলর। প্রথম বলেই বাউন্ডারিতে শুরু করেন ঝড়। এরপর ছুটতে থাকেন অপ্রতিরোধ্য গতিতে।

৭ চার ও ২ ছক্কায় পঞ্চাশে পা রাখেন ২৫ বলে। সেখান থেকে সেঞ্চুরিতেও পৌঁছে যান একই গতিতে।

ইনিংসের শেষ ওভারে ৯৩ থেকে ন্যাথান স্মিথের টানা দুই বলে চার ও ছক্কায় স্পর্শ করেন সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে যা তার ২৬তম শতরান।

পরের দুই বলেও টানা দুটি বাউন্ডারিতে তিনি শেষ করেন ইনিংস। ১৪ চার ও ৫ ছক্কায় অপরাজিত থাকেন ৫১ বলে ১১১ রান করে।

বৃষ্টিতে ২৯ ওভারে নেমে আসা ম্যাচে সেন্ট্রাল স্ট্র্যাগস তোলে ৫ উইকেটে ৩১০ রান।

রান তাড়ায় ওয়েলিংটন ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান তোলার পর আলোকস্বল্পতায় শেষ হয় ম্যাচ। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৪৩ রানে ম্যাচ জিতে নেয় সেন্ট্রাল স্ট্র্যাগস।