মাহমুদকে বাড়তি তৃপ্তি দেবে স্থানীয়রা শিরোপা জেতালে
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2022 09:27 PM BdST Updated: 17 Feb 2022 11:30 PM BdST
আসর জুড়ে নিষ্প্রভ ক্রিস গেইল কি সেরাটা জমিয়ে রেখেছেন ফাইনালের জন্য? ডোয়াইন ব্রাভো কিংবা মুজিব উর রহমান কি দেখাবেন দারুণ কোনো ঝলক? ফরচুন বরিশালের কোচ হিসেবে এসব না চাওয়ার কোনো কারণ নেই খালেদ মাহমুদের। তবে মুনিম শাহরিয়ার কিংবা মেহেদি হাসান রানার মতো স্থানীয় তরুণদের হাত ধরে শিরোপা এলে বেশি ভালো লাগবে তার।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিপিএলের অষ্টম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল।
কোচ হিসেবে নিজের দ্বিতীয় শিরোপার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় মাহমুদ। ফাইনালের আগের দিন দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে নিজের বিশেষ এই চাওয়ার কথা জানান অভিজ্ঞ এই কোচ।
“(গেইল টুর্নামেন্টে রান পায়নি) আমি এক দিক থেকে খুশি এটাতে। কারণ, স্থানীয় ছেলেরা ভালো খেলছে। এটা আমার জন্য বিরাট একটা ব্যাপার। সাকিব ওর নিজের মতো করে পারফরম করেনি গত দুইটা ম্যাচে; কিন্তু মুনিম, শফিকুল ইসলাম, মেহেদি রানা যেভাবে পারফরম করেছে তাতে আমি খুব খুশি।
“জানি না, গেইল-ব্রাভোদের পারফরম্যান্স কালকের জন্যই রয়ে গেছে কি না। ওরা তো বড় খেলোয়াড়। একটা কথা আছে, বড় খেলোয়াড়রা বড় ম্যাচে জ্বলে ওঠে। আশা করি, ক্রিস কিংবা মুজিব বড় ম্যাচেই জ্বলে উঠবে। ব্রাভো তো ভালো করছেই। যদি স্থানীয়রা পারফরম করে আর সেটাতে যদি আমরা জিতি, তাহলে আমি বেশি আনন্দ পাব। আমাদের তরুণরা বেশি ভালো করলে আমি বেশি খুশি হব।”
এবারই প্রথম বিপিএলে খেলছেন তরুণ ওপেনার মুনিম ও পেসার শফিকুল। মেহেদি রানার অবশ্য আগে এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে। তবে তিনজনই এই প্রথম খেলবেন ফাইনালে।

সাকিব ও মুজিবের আট ওভারে রানের জন্য হাঁসফাঁস করা ব্যাটসম্যানরা হাত খোলার জন্য বেছে নিতেন মেহেদি রানা কিংবা শফিকুলদের। অমন চাপের মধ্যে দুই বাঁহাতি পেসার যে বোলিং করেছেন তাতে মুগ্ধ মাহমুদ। মেহেদি রানা ৬ ইনিংসে নিয়েছেন ১০ উইকেট। শফিকুল ৭ ইনিংসে নিয়েছেন ৮ উইকেট। দুই জনই ওভার প্রতি দিয়েছেন আটের একটু বেশি রান।
ফাইনালে তাদের কাছ থেকে নজরকাড়া পারফরম্যান্স চান মাহমুদ।
“অনেকের জন্য এটা প্রথম বিপিএল। মুনিমের মতো অনেকের হয়তো প্রথম ফাইনাল। কারো যেন ওই চাপটা না থাকে। ওরা যেন চাপমুক্ত থেকে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারে।”
“মেহেদি রানা এর আগে আমার কোচিংয়ে আবাহনীতে খেলেছে। ও পুরান বলে গুরুত্বপূর্ণ সময়ে এসে ভালো বোলিং করছে। নতুন বলের বোলার হয়েও পুরান বলে ভালো করছে। মেহেদি রানা ও শফিকুলের নিজ নিজ শক্তির জায়গা আছে। আমি চাই, ওরা সেখানটায় উন্নতি করে যাক।”
-
টেস্টে উন্নতির পথ খুঁজছে বিসিবি, বাড়তে পারে ম্যাচ ফি
-
জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব
-
কোহলির রোগের দাওয়াই দিলেন বয়কট
-
‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’
-
শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার কোভিড পজিটিভ
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- শাস্তি পেল বাংলাদেশ দল
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ