সিলেটে আফগান দলের ক‍্যাম্পে কোভিডের হানা

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রস্তুতি পর্বে বড় ধাক্কা খেয়েছে আফগানিস্তান। সিলেটে দলটির ক‍্যাম্পে হানা দিয়েছে করোনাভাইরাস। খেলোয়াড়সহ বেশ কয়েকজনের শরীরে পাওয়া গেছে এই ভাইরাসের উপস্থিতি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2022, 09:37 AM
Updated : 15 Feb 2022, 09:37 AM

গত শনিবার বাংলাদেশে পা রাখে আফগান দল। সিলেটে রোববার করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে সোমবার তাদের অনুশীলন শুরুর কথা ছিল। সেই পরীক্ষাতেই কয়েক জনের ফল পজিটিভ আসে।

বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশে আসার পর আফগানিস্তান দলের সদস্যদের করোনাভাইরাস পরীক্ষা হয়, সেটাতেই কয়কেজনের ফল পজিটিভ এসেছে।

“এই মুহূর্তে আফগানিস্তান বোর্ডের তত্ত্বাবধানে চলছে ওদের অনুশীলন। ১৯ তারিখের পর শুরু হবে ওদের আনুষ্ঠানিক সফর। সে সময়ে এই সব ব‍্যাপার আমরাই দেখভাল করব। সঠিক সংখ‍্যা আফগান বোর্ডই বলতে পারবে।”

তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আট ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের তিন জন সদস‍্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে চট্টগ্রামে, আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ এই সিরিজ। ৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি দুটি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।