সাদা বলের রঙিন আশায় ওয়ানডে দলে ইবাদত

গত মাসেই নিউ জিল্যান্ড সফরে বাংলাদেশকে ঐতিহাসিক এক জয় এনে দিয়ে আলোড়ন তুলেছিলেন ইবাদত হোসেন চৌধুরি। তবে ওয়ানডে দলে এখনই ডাক পেয়ে যাবেন, তিনি নিজেও ভাবতে পেরেছিলেন কিনা সন্দেহ! আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দলে সত্যিকার অর্থে চমক বলা যায় এই একটিই। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন যা বললেন, তাতে ইবাদত সাদা বলের ক্রিকেটে জায়গা পেয়ে গেলেন মূলত লাল বলের পারফরম্যান্সেই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2022, 03:35 PM
Updated : 14 Feb 2022, 06:00 PM

বাংলাদেশের টেস্ট দলে ইবাদত নিয়মিত মুখ অনেকদিন ধরেই। তাকে নিয়ে দীর্ঘ বিনিয়োগের ফল অবশেষে সম্প্রতি পেতে শুরু করেছে দল। গত মাসে মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে তিনি গুঁড়িয়ে দেন নিউ জিল্যান্ডের ব‍্যাটিং।

লাল বলের ক্রিকেটে তার বিচরণ নিয়মিত হলেও সাদা বলের জগতে এখনও ইবাদত অনেকটাই নবীন। সেই তিনিই এবার ডাক পেলেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে।

৫০ ওভারের ক্রিকেটে গত প্রায় দুই বছরে স্বীকৃত কোনো ম্যাচ তার খেলা হয়নি। সব মিলিয়ে লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন মোটে ১১টি। তাতে ওভারপ্রতি ৫.৭০ রান দিয়ে উইকেট নিতে পেরেছেন স্রেফ ১০টি। সবশেষ ম্যাচটি খেলেছেন ২০২০ সালের মার্চে।

চলতি বিপিএলেও তার পারফরম্যান্স আহামরী কিছু নয়। ৫ ম্যাচ খেলে ৬ উইকেট শিকার করেছেন ওভারপ্রতি ৭.৬১ রান দিয়ে।

তবে এসব সংখ্যা নয়, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সংবাদ সম্মেলনে বললেন, তারা দেখছেন ইবাদতের সম্ভাবনা।

“ইবাদত আমাদের টেস্ট বোলার, ওকে আমরা ওয়ানডের জন্যও চিন্তা-ভাবনা করছি। সার্বিকভাবে ও যেভাবে কাজ করছে আমাদের ফাস্ট বোলিং ইউনিটের সঙ্গে, ওরা যথেষ্ট ইমপ্রেসড, আমরাও যথেষ্ট খুশি ওর পারফরম্যান্সে। সংক্ষিপ্ত ফরম্যাটে আমরা দেখছি… ওর নিয়ন্ত্রণ সাদা বলের ক্রিকেটে যথেষ্ট ভালো। এজন্য ওকে বিবেচনা করা হয়েছে।”