জুটির রেকর্ড গড়লেন ওয়ালটন-মিরাজ

চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির নাম তখন ভাইকিংস। সেই দলের হয়েই জুটির একটি রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ নবি ও এনামুল হক। এবার চট্টগ্রামের আরেক ফ্র্যাঞ্চাইজি চ্যালেঞ্জার্সের হয়ে সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন চাডউইক ওয়ালটন ও মেহেদী হাসান মিরাজ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2022, 09:09 AM
Updated : 14 Feb 2022, 12:28 PM

বিপিএলের এলিমিনেটর ম্যাচে সোমবার এই রেকর্ড গড়েন ওয়ালটন ও মিরাজ। প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সের বিপক্ষে যখন উইকেটে সঙ্গী হন দুজন, ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে চট্টগ্রামের ইনিংস তখন নড়বড়ে। এই দুজন শুধু ইনিংস থিতুই করেননি, দারুণ ব্যাটিংয়ে বড় স্কোরেও নিয়ে যান দলকে।

৫৮ বলে ১১৫ রানের জুটি গড়েন দুজন, পঞ্চম উইকেটে যা বিপিএল রেকর্ড। আগের রেকর্ডটি ছিল চট্টগ্রাম ভাইকিংসের হয়ে নবি ও এনামুলের। ২০১৬ বিপিএলে চট্টগ্রামে রাজশাহী কিংসের বিপক্ষে ১০৫ রানের জুটি গড়েছিলেন দুজন।

বিপিএলে পঞ্চম উইকেটে শতরানের জুটি আছে আর কেবল একটিই। ২০১৭ আসরে খুলনা টাইটান্সের বিপক্ষে ১০০ রান যোগ করেছিলেন রংপুর রাইডার্সে রবি বোপারা ও নাহিদুল ইসলাম।

এবার ১১৫ রানের রেকর্ডে মূল অবদান ওয়ালটনের। জুটিতে তার রান ২৮ বলে ৭৮। মিরাজের ব্যাট থেকে আসে ৩০ বলে ৩৬।

ওয়ালটনের বিধ্বংসী ইনিংস আর এই জুটির সৌজন্যে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রানের স্কোর গড়ে চট্টগ্রাম।