প্রস্তুতি ক্যাম্প করতে সিলেটে আফগানরা

স্কোয়াড ঘোষণা করা হয়নি এখনও, অথচ সিরিজ খেলতে বাংলাদেশে চলে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার রাতে ঢাকায় পা রেখে রোববার তারা চলে যায় সিলেটে। সেখানেই অনুশীলন ক্যাম্পে তারা প্রস্তুতি নেবে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2022, 04:37 PM
Updated : 13 Feb 2022, 04:37 PM

দলের সবচেয়ে বড় দুই ভরসা রশিদ খান ও মোহাম্মদ নবি অবশ্য আসেননি এই বহরে। দুজনই এখন ব্যস্ত পাকিস্তান সুপার লিগে খেলতে। তারা আসতে পারেন আগামী রোববার নাগাদ।

বিপিএল খেলার জন্য বাংলাদেশেই আছেন আফগানদের সম্ভাব্য স্কোয়াডের মুজিব উর রহমান, মোহাম্মদ শাহজাদ, করিম জানাতসহ বেশ কজন। তারা ক্যাম্পে যোগ দেবেন নিজ নিজ দলের খেলা শেষে।

কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে সোমবার থেকেই সিলেটে অনুশীলন পর্ব শুরু করতে পারবে আফগানরা। আগামী শুক্রবার তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন নিজেদের মধ্যে। শনিবার তারা চলে যাবে ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রামে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২৩ ফেব্রুয়ারি থেকে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ এই সিরিজ। এরপর মিরপুরে দুই দল খেলবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।