সাকিব-মুজিবের ৮ ওভার ‘নষ্ট’ করবে না কুমিল্লা

২০ ওভারের খেলায় ৮ ওভারই যদি হয়ে যায় আঁটসাঁট, কাজটা কঠিন হয়ে ওঠে সেখানেই। বিপিএলে এবার ফরচুন বরিশালের বিপক্ষে সব দলকেই মাঠে নামতে হচ্ছে এই দুর্ভাবনা সঙ্গী করে। মুজিব উর রহমান ও সাকিব আল হাসানের বোলিং প্রতিপক্ষের জন্য যেন বিভীষিকা। ফাইনালে ওঠার লড়াইয়ে সেই ৮ ওভারে চোখ রাখছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। তাদের ভাবনায় অবশ্য ভীতি নেই, আছে মুজিব-সাকিবের জন্য পরিকল্পনা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2022, 04:12 PM
Updated : 13 Feb 2022, 04:12 PM

সাকিব তো বল হাতে বরাবরই দুর্দান্ত। এবার বিপিএলেও শুরু থেকে ভালো বোলিং করছেন। আফগানিস্তান জাতীয় দলের সিরিজ শেষে মুজিব যোগ দেওয়ার পর বরিশালের বোলিং আক্রমণের চেহারাই বদলে যায়। দুজনে মিলে ম্যাচের পর ম্যাচ চেপে ধরছেন প্রতিপক্ষের ব্যাটিং, যে ফাঁস আলগা করা কঠিন হয়ে উঠছে পরে।

মুজিব দলে যোগ দেওয়ার পর কোনো ম্যাচ হারেনি বরিশাল। ওভারপ্রতি রান দেওয়ার হার দুজনেরই অবিশ্বাস্য। সাকিব ৯ ম্যাচে ১৫ শিকার ধরেছেন ওভারপ্রতি মাত্র ৪.৯৫ রান দিয়ে। মুজিবের উইকেট ৬ ম্যাচে ৬টি, রান দিয়েছেন গড়ে প্রতি ওভারে ৫.২৫ করে।

প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে উঠতে হলে এই দুজনের চ্যালেঞ্জ জিততে হবে কুমিল্লাকে। দুই দলের আগের দুই লড়াইয়ের প্রথমটিতে ছিলেন না মুজিব। সেই ম্যাচে সাকিব ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ২ উইকেট। দ্বিতীয় লড়াইয়ে সাকিব আবার ২ উইকেট নেন আরও ৫ রান কম দিয়ে। ৪ ওভারে মুজিব দেন মাত্র ২৭ রান।

প্রথম কোয়ালিফায়ারে সোমবার কুমিল্লা এই দুজনে মুখোমুখি হবে আবার। ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুমিল্লার পরামর্শক স্টিভ রোডস শুরুতে মজা করলেন বটে, পরে জানালেন তাদের পরিকল্পনা।

“আমরা ওদেরকে ওভারে ছয় ছক্কায় উড়িয়ে দেব (হাসি)। মুজিব দারুণ বোলার, সাকিবও খুব ভালো। কাজটা কঠিন তাদের বিপক্ষে। তবে আমরা নেতিবাচক মানসিকতা নিয়ে নামব না। সব ক্রিকেটার, সব বোলারের সামনেই ইতিবাচক থাকব। রান তোলার চেষ্টা করব।”

“ওদেরকে স্রেফ রক্ষণাত্মক খেলে যাওয়াটা কাজের কিছু হবে না। ৮ ওভার নষ্ট হবে তাহলে। তারা দারুণ মানসম্পন্ন স্পিনার, জানে আমরা কী করতে চাইব। আশা করি, আমরা এই দুই বোলারকে ঠিকঠাক সামলাতে পারব।”