সোহানের জরিমানা

এবারের বিপিএলে ব্যাট হাতে সময়টা ভালো কাটছে না নুরুল হাসান সোহানের। না পারছেন শেষটায় ঝড় তুলতে, না পারছেন টপ অর্ডারে খেলার সুযোগ কাজে লাগাতে। বাজে সময়ের মধ্যেই দৃষ্টিকটু আচরণ করে পেলেন শাস্তি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2022, 04:09 PM
Updated : 10 Feb 2022, 07:46 AM

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় ফরচুন বরিশালের এই কিপার-ব‍্যাটসম্যানের ম‍্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

বিপিএলে চারটি ডিমেরিট পেলে এক ম‍্যাচের জন‍্য নিষিদ্ধ হতে হয়।

বিসিবি বুধবার রাতে জানায়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিন এই কাণ্ড ঘটান সোহান।

২০০ রানের লক্ষ‍্য তাড়ায় তখন ছুটছিল সিলেট সানরাইজার্স। তাদের ইনিংসের সেটি ছিল চতুর্দশ ওভার। সাকিব আল হাসান বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ব্যাটে লাগাতে পারেননি রবি বোপারা। বল গ্লাভসে জমাতে পারেননি সোহান। ভাগ‍্যভালো তার প‍্যাডে লেগে বল লাগে সরাসরি স্টাম্পে।

মাঠের আম্পায়ার থার্ড আম্পায়ার কল করতে একটু সময় নিচ্ছিলেন। তখন সোহান অনেকটা তেড়ে যাওয়ার মতো করে তাকে হাত দিয়ে থার্ড আম্পায়ার কল করার ইশারা দেন। এই সময়ে কিছু কথাও বলেন তিনি, শরীরী ভাষাও ছিল বাজে।

ম‍্যাচটি বরিশাল জেতে ১২ রানে।

ম‍্যাচ রেফারি রকিবুল হাসানের দেওয়া শাস্তি মেনে নেন সোহান। তাই আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন পড়েনি।