নির্বাচকের চোখে ইমরুলের পারফরম্যান্স ‘আপ টু দা মার্ক’ নয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2022 09:24 PM BdST Updated: 06 Feb 2022 09:52 PM BdST
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ইমরুল কায়েস অপরাজিত ৮১ রান করার পর তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে টুকটাক আলোচনা। তবে নির্বাচকদের তো স্রেফ একটা ইনিংস নিয়ে পড়ে থাকলে চলে না। দেখতে হয় বড় চিত্র। সেখানে বেশ পিছিয়ে বাঁহাতি ওপেনার। লম্বা সময় ধরেই খুব একটা রান নেই তার ব্যাটে। এক সময়ের সতীর্থ ও বর্তমানে নির্বাচক আব্দুর রাজ্জাক বললেন সেটাই, এই মুহূর্তে ধারাবাহিক নন ইমরুল।
এবারের বিপিএলও ভালো কাটছিল না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কের। চট্টগ্রামের বিপক্ষে অধিনায়কোচিত ইনিংসের আগে বেশ ভুগছিলেন তিনি; খেলেন ১০, ১৫, ১ ও ২৮ রানের চারটি ইনিংস।
এর আগে প্রথম শ্রেণির দুই টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগও কাটে বাজে। জাতীয় লিগে খুলনা বিভাগের হয়ে ৬ ম্যাচে ৯ ইনিংস মিলিয়ে করেন কেবল ১৯৭ রান। একমাত্র ফিফটিতে খেলেন ৭৬ রানের ইনিংস। গড় মাত্র ২১.৮৮। অবস্থার উন্নতি হয়নি বাংলাদেশ ক্রিকেট লিগেও। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে ৩ ম্যাচে ৬ ইনিংসে ২৫ গড়ে করেন ১৫০ রান। নেই কোনো পঞ্চাশ, সর্বোচ্চ ৪৬।
বড় দৈর্ঘ্যের ক্রিকেটে বিবর্ণ ইমরুল কিছুটা আলোর দেখা পান রঙিন পোশাকে। বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণে তিন ম্যাচে করেন দুই ফিফটি। ১৬৫ রান করে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।
এরপর বিপিএলে সাদামাটা শুরুর পর আভাস দিলেন ছন্দে ফেরার। তবে এইটুকুতে সন্তুষ্ট নন রাজ্জাক। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার ‘ইমরুলের জাতীয় দলে ফেরার প্রশ্নে’ বলেন, ইমরুলের ব্যাটে আরও ধারাবাহিকতা চান তিনি।
“ইমরুলের কথা বললেন, ইমরুল গত ম্যাচটা ভালো খেলেছে। (ধারাবাহিক) পারফরম্যান্স করছে এটা বললে ঠিক হবে না। ও কিন্তু অনেকদিন ভালো খেলেনি। আপনি জাতীয় লিগ থেকে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু ‘আপ টু দা মার্ক’ না। কিন্তু আমি ওকে দোষ দিচ্ছি না। কারণ, খেলোয়াড়দের ভালো সময়, খারাপ সময় থাকবেই। আপনি যেহেতু বললেন, পারফরম্যান্স করছে, তাই বললাম। গত ম্যাচে খুব ভালো খেলেছে সন্দেহতীতভাবে।”

“যেহেতু টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে, ওইদিকে টি-টোয়েন্টি সিরিজ আছে। অবশ্যই দেখার বিষয়। খেয়াল রাখা হচ্ছে (জাতীয় দলের) বাইরে থাকাদেরও। এতে আমাদেরও সুবিধা হয়েছে, তেমনি খেলোয়াড়দের জন্যও সুবিধা হয়েছে। যদি পারফর্ম করে বা ওইরকম প্রমিনেন্ট হয় তাহলে অবশ্যই সুযোগ থাকবে।”
২০১০ সালে দেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেকে শূন্য রানে আউট হয়েছিলেন ইমরুল। রান করতে পারেননি পরের ম্যাচেও। এরপর টুকটাক রান করে আবার টানা দুই ম্যাচে ফেরেন শূন্য রানে। ১৩ ইনিংসে তার রান মোটে ১১৯, স্ট্রাইক রেট ৮৮.৮০। গড় ৯.১৫, সর্বোচ্চ ৩৬। ওই একবারই ত্রিশের ঘরে যেতে পারেন।
ইমরুল তার ১৪ টি-টোয়েন্টির সবশেষটি খেলেছেন সেই ২০১৭ সালে। এই সংস্করণে আন্তর্জাতিক ক্রিকেটে তার যা পারফরম্যান্স, তাতে ঘরোয়া ক্রিকেটে অভাবনীয় কিছু না করলে বিবেচনায় আসা কঠিনই হবে। সেটাই যেন মনে করিয়ে দিলেন রাজ্জাক।
“পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই দল করা হবে। যারা পারফরম্যান্স করে না, আমি মনে করি, তাদেরকে নিয়ে লাফালাফি করা ঠিকও না।”
-
নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
-
৩৪ বছর বয়সে প্রথমবার ইংল্যান্ড দলে গ্লিসন
-
তিন দিনেই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
-
সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
-
ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে
-
সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
-
খাওয়াজা-গ্রিনের ব্যাটে অস্ট্রেলিয়ার লিড
-
হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল