বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে শুরু সকাল ১১টায়

নামে দিন-রাত্রির ম্যাচ, তবে বিকেল-সন্ধ্যা পেরিয়ে ম্যাচ রাত পর্যন্ত গড়ানোর সম্ভাবনা নেই বললেই চললে। বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের ম্যাচগুলি শুরু হবে সকাল ১১ টায়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2022, 04:45 PM
Updated : 3 Feb 2022, 05:19 PM

তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি বৃহস্পতিবার রাতে ঘোষণা করে বিসিবি। ওয়ানডে সিরিজের ম্যাচ সবই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম। টি-টোয়েন্টি সিরিজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি হবে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ এই সিরিজ।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি ৩ ও ৫ মার্চ। ম্যাচ শুরু দুপুর ৩টায়।

এই সিরিজ খেলতে আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে আফগানরা। এরপর এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করবে তারা সিলেটে।

আফগানিস্তান সবশেষ বাংলাদেশ সফরে করে ২০১৯ সালে। সেবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল খেলে তারা। বাংলাদেশের বিপক্ষে ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টিতে। সেবার একটি টেস্টও খেলে তারা, চট্টগ্রামে বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে তারা স্বাদ পায় প্রথম টেস্ট জয়ের।

এবার আফগানিস্তান আসছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে দুই সিরিজে ছয় ম‍্যাচের সব জিতে। চার সিরিজে ৮ ম‍্যাচ জিতেছে বাংলাদেশ, হেরেছে চারটিতে।