শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের গোলাপি বলের টেস্ট

আসছে ভারত-শ্রীলঙ্কা সিরিজে একটি টেস্ট দিন-রাতের হতে পারে বলে শোনা যাচ্ছিল। সৌরভ গাঙ্গুলির কথায় সেটা নিশ্চিত হলো। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান জানালেন, দেশের মাটিতে হতে যাওয়া এই সিরিজের প্রথম টেস্টটি হবে গোলাপি বলে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2022, 12:00 PM
Updated : 3 Feb 2022, 12:01 PM

এখন পর্যন্ত গোলাপি বলে তিনটি টেস্ট খেলেছে ভারত। এর দুটি ঘরের মাঠে। নিজেদের প্রথম দিন-রাতের টেস্টের জন্য তারা বেছে নেয় বাংলাদেশকে। ২০১৯ সালের নভেম্বরে কলকাতার সেই ম‍্যাচে ইনিংস ও ৪৬ রানে জেতে ভারত। ২০২১ সালে ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ইংল্যান্ডকে বিপক্ষে তাদের জয় ১০ উইকেটে। মাঝে অ্যাডিলেইডে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে ৮ উইকেটে।

স্পোর্টস্টারকে দেওয়া বৃহস্পতিবারের সাক্ষাৎকারে সৌরভ বললেন, “হ্যাঁ, বেঙ্গালুরুতে হবে গোলাপি বলের টেস্ট।”

শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। গোলাপি বলের ম‍্যাচটি শুরু ২৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ মার্চ। পরে টি-টোয়েন্টি তিনটি হবে ১৩, ১৫ ও ১৮ মার্চ।

এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত। আগামী রোববার শুরু হবে খেলা।

এসব সিরিজ ভারতের জন‍্য এক ধরনের পরীক্ষার মঞ্চও। সৌরভ জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের মধ‍্যে থাকলে এবারের আইপিএল দেশের মাটিতেই আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।