ভারত-উইন্ডিজ সিরিজে ইডেনে থাকতে পারবে ৫০ হাজার দর্শক

ধারণক্ষমতার ৭৫ শতাংশ দর্শক মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজে তাই কলকাতার ইডেন গার্ডেনসের গ্যালারিতে থাকতে পারবে ৫০ হাজারের মতো দর্শক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2022, 05:13 AM
Updated : 1 Feb 2022, 06:34 AM

বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক সপ্তাহে ভারতে ওমিক্রনের সংক্রমণ আরও প্রবলভাবে ছড়িয়ে পড়তে পারে। এই শঙ্কার মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের এই ঘোষণা এলো।

সোমবার পশ্চিমবঙ্গ সরকারের জারি করা নির্দেশনা অনুযায়ী, সব ধররেন ইনডোর ও আউটডোর ক্রীড়ায় স্টেডিয়ামের ধারণক্ষমতার ৭৫ শতাংশ দর্শক থাকতে পারবে।

গত নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের একটি টি-টোয়েন্টি হয়েছিল ইডেনে। সেই ম্যাচে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি ছিল।

আগামী ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি খেলবে ভারত। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ৬, ৯, ও ১১ ফেব্রুয়ারি, আহমেদাবাদে।

ক্যারিবিয়ানদের সফরের এই ৬টি ম্যাচ মূল সূচিতে হওয়ার কথা ছিল ৬ শহরে। পরে ওমিক্রনের সংক্রমণের কারণে ভ্রমণ জটিলতা এড়াতে ও ঝুঁকি কমাতে ভেন্যু কমিয়ে আনা হয়।