সেঞ্চুরির কথা বলে ৪ রানে বোল্ড গেইল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2022 06:59 PM BdST Updated: 31 Jan 2022 06:59 PM BdST
“একটা সেঞ্চুরি পাওনা আছে। আশা করি আজ…” ম্যাচ শুরুর একটু আগে চওড়া হাসিতে বললেন ক্রিস গেইল। কিন্তু ম্যাচ শুরুর একটু পর তার হাসি গেল হারিয়ে। আশা পূরণ হলো না মোটেও। শতরান তো বহুদূর, আউট হয়ে গেলেন তিনি স্রেফ ৪ রান করেই।
বিপিএলে সোমবার চট্টগ্রামে ফরচুন বরিশালের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে ৯ বলে ৪ করে আউট হন গেইল। সৈয়দ খালেদ আহমেদের লেংথ বল জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টায় তিনি কাভার করতে পারেননি লাইন। ব্যাটের পাশ দিয়ে বল ছোবল দেয় স্টাম্পে।
চট্টগ্রামের এই জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের উইকেট বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট বলে মনে করা হয়। গত শুক্রবার এই মাঠেই লেন্ডল সিমন্সের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে সিলেট সানরাইজার্স। রান তাড়ায় তামিম ইকবালের দারুণ সেঞ্চুরিতে অনায়াসেই জিতে যায় মিনিস্টার ঢাকা।
সোমবার বরিশালের ম্যাচের আগে টিভি সাক্ষাৎকারে গেইলকে জিজ্ঞেস করা হয় ওই ম্যাচ আর দুজনের সেঞ্চুরি নিয়ে। স্বভাবসুলভ হাসিতে ‘ইউনিভার্স বস’ জানান নিজের সেঞ্চুরির তাড়নার কথা।
“ওরা দারুণ ব্যাট করেছে। তামিম তো বিশ্বমানের ক্রিকেটার, লেন্ডলও (সিমন্স) তা-ই। এক ম্যাচে দুই সেঞ্চুরি দুর্দান্ত ব্যাপার। দুর্ভাগ্যজনকভাবে লেন্ডল হেরে যাওয়া দলে ছিল।”
“আমার একটি সেঞ্চুরি পাওনা আছে। সবশেষ সেঞ্চুরি করেছি, অনেকদিন হলো। আশা করি, আমার সেঞ্চুরির সংগ্রহে আরেকটি যোগ হবে আজ।”
শেষ পর্যন্ত সেঞ্চুরি আর যোগ হয়নি এ দিন। এমনিতে ২০ ওভারের ক্রিকেটে তার ব্যাট দিয়ে জন্ম হয়েছে অবিশ্বাস্য সব সংখ্যার। সেঞ্চুরির সংখ্যা যেমন। ২২টি শতরান করেছেন তিনি, যেখানে তিনি সবার ধরাছোঁয়ার অনেক বাইরে। রেকর্ডের দুইয়ে আছেন তিন অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার, মাইকেল ক্লিঙ্গার ও অ্যারন ফিঞ্চ মাত্র ৮টি করে সেঞ্চুরি নিয়ে।
তবে গত কয়েক বছর ধরেই গেইলের ব্যাটের সেই ধার ও ধারাবাহিকতা নেই। বয়সের ছাপ স্পষ্টভাবেই পড়েছে তার রিফ্লেক্স ও স্কিলে। ২২ সেঞ্চুরির সবশেষটি করেছিলেন তিনি ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর, জ্যামাইকা তালাওয়াহসের হয়ে। এরপর সোমবারের ইনিংসটি দিয়ে পেরিয়ে গেল সেঞ্চুরিবিহীন ৭১ ম্যাচ!
বিপিএলেও তার পারফরম্যান্স দারুণ। টুর্নামেন্টের রেকর্ড ৫টি সেঞ্চুরি তার। এবার এখানেও চার ইনিংস খেলে বড় ইনিংস সেই একটি। এই ম্যাচে ৪ রানে আউট হওয়ার আগে তিন ম্যাচে করেছেন ৩৬, ৭ ও ৪৩।
বাংলাদেশে ফিরতে পেরে অবশ্য দারুণ খুশি বলেই জানালেন ৪২ বছর বয়সী ব্যাটসম্যান।
“লম্বা সময় পর বাংলাদেশে ফিরতে পেরে ভালো লাগছে। সবসময়ই এখানে সাদরে গ্রহণ করা হয় আমাকে। স্রেফ হতাশ যে গ্যালারিতে সমর্থকরা নেই। সময়টাই এখন এরকম হতাশার। তবে আমি এসেছি ক্রিকেট খেলতে। ফরচুন বরিশালের অংশ হতে পেরে তাই খুশি আমি।”
-
বর্ণবাদ রুখতে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টিতে বিশেষ ব্যবস্থা
-
টেস্টে উন্নতির পথ খুঁজছে বিসিবি, বাড়তে পারে ম্যাচ ফি
-
জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব
-
কোহলির রোগের দাওয়াই দিলেন বয়কট
-
‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’
-
শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার কোভিড পজিটিভ
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- শাস্তি পেল বাংলাদেশ দল
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা