১৩৪ রান নিয়েও রোমাঞ্চকর জয়ে সেমিতে আফগানিস্তান

দুই ব্যাটসম্যান প্রায় এক প্রান্তেই, সেখান থেকে বাঁচতে একজনের ছুটে যাওয়া, ফিল্ডারের হাত ঘুরে বোলারের হাতে বল, শেষ ব্যাটসম্যান রান আউট, ম্যাচ জিতে ফিল্ডারদের দিগ্বিদিক শূন্য হয়ে ছুটোছুটি, কেউ উঠে পড়েছেন আরেকজনের পিঠে, কেউ ডানা মেলে যাচ্ছেন উড়ে, কেউ খুশিতে লুটোপুটি খাচ্ছেন মাটিতে, ডাগআউটে কারও চোখে আনন্দজল! ঠিক পাশেই আরেক দলের তাঁবু তখন নিস্তব্ধ, হতাশায় অন্ধকার একেকটি মুখ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2022, 06:51 AM
Updated : 28 Jan 2022, 08:48 AM

রোমাঞ্চ-উত্তেজনার নানা গলি পেরিয়ে আনন্দ-বেদনার এই ঠিকানায় যুব বিশ্বকাপে আফগানিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ। রুদ্ধশ্বাস ম্যাচে স্রেফ ১৩৪ রানের পুঁজি নিয়েও দারুণ জয়ে আফগানরা পৌঁছে গেছে সেমি-ফাইনালে। ৪ রানে হেরে স্বপ্নভঙ্গ লঙ্কান যুবাদের।

রান তাড়ায় ৪৩ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকেই গিয়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে ঘুরে দাঁড়ানো, ম্যাচ জয়ের হাতছানি, আবার উত্তেজনা, শেষ জুটির লড়াই, সবকিছুর শেষে হারের হতাশাই সঙ্গী হয় তাদের।

অ্যান্টিগায় বৃহস্পতিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে আফগানরা পড়ে যায় লঙ্কান পেসার ভিনুজা রানপলের তোপের সামনে।

তিনে নেমে আল্লাহ নূর ৫৮ বলে ২৫ রান করতে পারেন। তবে প্রথম ৫ ব্যাটসম্যানের অন্য কেউ সুবিধা করতে পারেনি। ২৬ রানের মধ্যে হারায় তারা ৪ উইকেট।

ছয়ে নেমে আব্দুল হাদি চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় লড়াই করে আগলে রাখেন এক প্রান্ত। আট নম্বরে নেমে নূর আহমাদ ৪ ছক্কায় ৩০ রানের কার্যকর এক ইনিংস খেলেন। হাদি দীর্ঘক্ষণ টিকে থেকে ৯৭ বল খেলে করেন ৩৭ রান।

শেষদিকে ২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে আফগান ইনিংস শেষ হয় ১৩৪ রানে।

লঙ্কান পেসার ভিনুজা রানপল ৫ উইকেট নেন মাত্র ১০ রানে। এবারের বিশ্বকাপের বিস্ময় দুনিথ ভেলালাগে নেন ৩ উইকেট। টুর্নামেন্টের ৪ ম্যাচে এই বাঁহাতি স্পিনারের শিকার ১৬টি।

রান তাড়ায় একের পর এক উইকেট হারিয়ে ৪৩ রানের মধ্যে বিদায় নেন শ্রীলঙ্কার প্রথম ৭ ব্যাটসম্যান। এরপর বোলিং নায়ক ভেলালাগে ও আরেক বোলার রাভিন ডি সিলভা প্রতিরোধ গড়েন ব্যাট হাতে।

আট ও নয়ে নামা দুই ব্যাটসম্যান ৬৯ রানের জুটি গড়ে ফেলেন অষ্টম উইকেটে। হারের কিনারা থেকে ফিরে লঙ্কানরাই তখন জয়ের পথে।

গোটা ইনিংসে ওয়াইড থেকে ৩২ রান দেন আফগানরা। এটিও দারুণ কাজে লাগে লঙ্কানদের।

এরপর ম্যাচে আবার নাটকীয়তা। ভেলালাগে আউট হয়ে যান ৩৪ রান করে। পরের ওভারে রাভিনও বিদায় নেন ২১ রানে।

তখন ম্যাচে আবার ফেবারিট আফগানিস্তান। জয়ের জন্য প্রয়োজন তাদের স্রেফ ১ উইকেট। কিন্তু সেই উইকেট আর ধরা দিতে চায় না!

লঙ্কান শেষ জুটি ১৪ রান যোগ করে ফেলে। ম্যাচে তখন তুমুল উত্তেজনা।

শ্রীলঙ্কার যখন প্রয়োজন ২৫ বলে ৫ রান, হুট করেই একটি ঝুঁকিপূর্ণ রানের তাড়নায় দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি। রান আউট শ্রীলঙ্কার শেষ ব্যাটসম্যান। আফগানরা মেতে ওঠে বাঁধনহারা উদযাপনে।

৩০ রান করার পাশাপাশি আঁটসাঁট বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা নূর আহমাদ। ১৭ বছর বয়সী এই চায়নাম্যান বোলার যুব বিশ্বকাপের আগেই পিএসএল, বিগ ব্যাশ, এলপিএল খেলে ক্রিকেট বিশ্বে বেশ পরিচিত মুখ।

এই নিয়ে দ্বিতীয়বার যুব বিশ্বকাপের সেমি-ফাইনালে পা রাখল আফগানিস্তান। এবারের আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আগেই সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

পরের দুটি জায়গার জন্য মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ও ভারত-বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ৪৭.১ ওভারে ১৩৪ (হাদি ৩৭, নূর আহমাদ ৩০, আল্লাহ নূর ২৫, খারোটে ১৩; রানপল ৯.১-৩-১০-৫, ভেলালাগে ১০-০-৩৬-৩, ম্যাথিউ ১০-৪-১৩-১)।

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৪৬ ওভারে ১৩০ (ভেলালাগে ৩৪, রাভিন ২১, বিক্রমাসিংহে ১৬, রানপল ১১*; সামি ১০-০-৩৩-২, নাভিদ জাদরান ৮-১-১৯-১, নূর আহমাদ ১০-২-২০-১, ইজহারুলহক ১০-১-৩৩-১, খারোটে ৮-০-২৩-১)।

ফল: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৪ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: নূর আহমাদ।