মর্গ্যানকে হারিয়ে আরও বিপদে ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজে সিরিজে পিছিয়ে থাকা ইংল্যান্ডের জন্য আরেকটি বড় ধাক্কা। টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচেও তারা পাচ্ছে না ওয়েন মর্গ্যানকে। উরুর চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ড অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2022, 04:52 AM
Updated : 28 Jan 2022, 10:01 AM

বারবাডোজে বুধবার তৃতীয় টি-টোয়েন্টির আগে গা গরমের সময় অস্বস্তি অনুভব করায় ওই ম্যাচ খেলতে পারেননি মর্গ্যান। চোট আরও গুরুতর হয়ে এবার তাকে ঠেলে দিল সিরিজেরই বাইরে।

পাঁচ ম্যাচ সিরিজের তিনটি শেষে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে আছে ২-১ ব্যবধানে।

মর্গ্যানের অনুপস্থিতিতে তৃতীয় টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেন মইন আলি। শনি ও রোববার শেষ দুই ম্যাচেও অধিনায়কত্ব করবেন এই অলরাউন্ডার।

এই সিরিজে চোট-বিশ্রাম মিলিয়ে ইংল্যান্ড পাচ্ছে না বেন স্টোকস, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, জস বাটলার, মার্ক উড ও জফ্রা আর্চারকে। অবশ্য আর্চার দলের সঙ্গেই সফরে গেছেন, তবে স্রেফ ফেরার লড়াইয়ে পুনবার্সন চালিয়ে যেতে।

তারকাদের অনেকের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ইংল্যান্ড এই সিরিজে বাজিয়ে দেখছে জাতীয় দলের আশেপাশে থাকা অনেককে। দলে ফেরানো হয়েছে কজনকে, নেওয়া হয়েছে নতুন মুখ। তৃতীয় ম্যাচে অভিষেক হয় তিনজনের।