‘মেরে খেলা’ ব্যাটসম্যানদের বোলিং করতে ভালো লাগে নাসুমের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2022 10:42 PM BdST Updated: 22 Jan 2022 10:42 PM BdST
শিশির ভেজা বল, উইকেট বল দারুণভাবে আসছে ব্যাটে। স্পিনারদের জন্য কাজটা কঠিন। আর যদি প্রতিপক্ষ দলে থাকে অভিজ্ঞ সব ব্যাটসম্যান, চ্যালেঞ্জ তখন আরও কঠিন। এমন প্রেক্ষাপটেই অসাধারণ বোলিং করে দলকে জয় এনে দিলেন নাসুম আহমেদ। ম্যাচের পর এই বাঁহাতি স্পিনারের কণ্ঠে দৃপ্ত উচ্চারণ, চ্যালেঞ্জ বড় হলেই তিনি উপভোগ করেন বেশি।
বিপিএল শনিবার অভিজ্ঞতায় সমৃদ্ধ মিনিস্টার ঢাকার বিপক্ষে তারুণ্য নির্ভর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জয় পায় ৩০ রানে। দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরা হন নাসুম।
৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। তার শেষ বলে ব্যাটের কানায় লেগে একটি বাউন্ডারি পেয়ে যান ব্যাটসম্যান। এই চার না হলে বিপিএলের সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড স্পর্শ করতে পারতেন তিনি। ঢাকার মিডল অর্ডারে ছোবল দিয়ে তিনি আউট করেন মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদউল্লাহ ও আন্দ্রে রাসেলকে।
ঢাকার যখন প্রয়োজন দ্রুত রান, তখন মাহমুদউল্লাহ ও রাসেলকে আউট করে নাসুম অনেকটাই নিশ্চিত করে দেন দলের জয়। ম্যাচের পর তিনি বললেন, আগ্রাসী ব্যাটসম্যানদের আউট করাতেই তার তৃপ্তি বেশি।
“আমি আমার বোলিংটা খুব বেশি উপভোগ করেছি। অনেক ডট বল দিয়েছি এজন্য ভালো লাগছে। টি-টোয়েন্টিতে বোলিং করতে খুব উপভোগ করি। বিশেষ করে পাওয়ার প্লেতে বল করতে বেশ ভালো লাগে।”
“যারা বেশি মেরে খেলে তাদেরকে বোলিং করতে আমার বেশ ভালো লাগে। আমি ওদেরকে খুব ভালোভাবে পড়তে পারি। আমার কাছে খুব ভালো লাগে।”
একটা পর্যায়ে চট্টগ্রাম ও জয়ের মধ্যে একমাত্র বাধা ছিলেন রাসেল। শরিফুল ইসলামের বলে চার-ছক্কা মেরে ঝড় তোলার ইঙ্গিতও দিয়েছিলেন বিস্ফোরক ক্যারিবিয়ান ব্যাটসম্যান। তবে নাসুম তাকে আউট করে দূর করে দেন শেষ বাধাও।
নাসুমের মতে, ওই উইকেটকেই ম্যাচের টার্নিং পয়েন্ট।
“টার্নিং পয়েন্ট রাসেলের আউট। শামীম খুব ভালো ক্যাচ নিয়েছে। ওই জায়গায় আমরা একটু এগিয়ে গেছি।”
-
২০ রানেই শেষ মিরপুর প্রমীলা, আবাহনী জিতল ২৫ বলে
-
হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
-
আইএসএসবি’র মনোবিদদের সঙ্গে ক্রিকেটারদের সেশনের পরিকল্পনা
-
৭ মেডেন ও ২ রান দিয়ে নাহিদার ৪ উইকেট
-
‘কোহলি এবার যত ভুল করেছে, পুরো ক্যারিয়ারে করেনি’
-
শারীরিক পরীক্ষা করাতে সিঙ্গাপুরে সাকিব
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- সাভারে বিকল হয়েছিল যমুনা লাইনের বাসটি, ছুটছিল বেপরোয়া: যাত্রী
- বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?
- মার্সেলোর ক্যারিয়ার আমার চেয়েও ভালো: কার্লোস