পিএসএলে কোভিড আক্রান্ত ৮ জন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2022 03:27 PM BdST Updated: 22 Jan 2022 03:27 PM BdST
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগেই হানা দিয়েছে করোনাভাইরাস। তিন খেলোয়াড় ও পাঁচ সাপোর্ট স্টাফের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। তাদের সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
সবশেষ কোভিড-১৯ পরীক্ষায় এই আট জনের আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন টুর্নামেন্টের পরিচালক সালমান নাসির। তবে কারও নাম প্রকাশ করা হয়নি।
আইসোলেশন শেষে পরীক্ষায় দুইবার নেগেটিভ ফল আসা সাপেক্ষে আগামী সোমবার থেকে খেলোয়াড়রা তাদের দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন।
পরীক্ষায় ফল নেগেটিভ আসার পর ছয় ফ্র্যাঞ্চাইজির সদস্যরা হোটেলে ওঠা শুরু করেছে। গত বৃহস্পতিবার থেকে আড়াইশর বেশি পরীক্ষা করা হয়েছে।
টুর্নামেন্ট চলাকালে ১৭ রাউন্ডের মতো কোভিড পরীক্ষা হবে। করাচিতে ২৭ জানুয়ারি টুর্নামেন্ট শুরুর আগে বাধ্যতামূলক তিন দিনের কোয়ারেন্টিন রয়েছে, এরপর চার দিনের অনুশীলন। জৈব-সুরক্ষা বলয়ে ঢোকার অনুমতি পাওয়ার আগে কোয়ারেন্টিনের প্রথম তিন দিন নিয়মিত পরীক্ষা করা হবে। প্রত্যেক ব্যক্তির প্রতি দ্বিতীয় দিনে একটি পিসিআর পরীক্ষা করা হবে।
টুর্নামেন্ট ঘিরে পিসিবি বাড়তি সতর্কতা নিয়েছে। প্রতি ফ্র্যাঞ্চাইজিকে ২০ জন করে খেলোয়াড় দলে রাখার অনুমতি দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে যেন কাভার হিসেবে ব্যবহার করা যায় সেজন্য রিজার্ভ খেলোয়াড়দের বাড়তি একটি পুল রাখতে বলা হয়েছে।
-
প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
ভারত-দ.আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকবে শতভাগ দর্শক
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!