১৭ কোটি রুপিতে কোহলির রেকর্ড ছুঁলেন রাহুল

রেকর্ড পারিশ্রমিকে আইপিএলের লক্ষ্মৌ ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখালেন লোকেশ রাহুল। ১৭ কোটি রুপিতে তিনি স্পর্শ করলেন বিরাট কোহলির পারিশ্রমিকের রেকর্ড। আইপিএলের নতুন এই ফ্র্যাঞ্চাইজির দলের নাম এখনও ঠিক হয়নি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2022, 06:33 AM
Updated : 22 Jan 2022, 09:11 AM

এবারের আইপিএলের মেগা নিলামের আগে ধরে রাখা ক্রিকেটারদের নাম চূড়ান্ত করেছে দলগুলি। পুরনো ৮ ফ্র্যাঞ্চাইজির সামনে সুযোগ ছিল সর্বোচ্চ ৪ জন করে ক্রিকেটারকে ধরে রাখার। সব দল অবশ্য ৪ জন ধরে রাখেনি। নতুন দুই দল লক্ষ্মৌ ও আহমেদাবাদ নিলামের আগে সুযোগ পেয়েছে ৩ জন করে ক্রিকেটারকে সরাসরি দলে নেওয়ার।

লক্ষ্মৌ ১৭ কোটি রুপিতে রাহুলকে নেওয়ার পাশাপাশি ৯ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও ৪ কোটি রুপিতে তরুণ ভারতীয় স্পিনার রবি বিষ্ণইকে।

২০১৮ আইপিএলের মেগা নিলামের আগে কোহলিকে ১৭ কোটি রুপিতে ধরে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ওই মেগা নিলামে ১১ কোটি রুপিতে রাহুলকে দলে নিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব (এখনকার পাঞ্জাব কিংস)। এবার তিনি পাচ্ছেন ৬ কোটি রুপি বেশি।

আইপিএলে রাহুলের অসাধারণ ধারাবাহিকতারই পুরস্কার বলা যায় এটিকে। গত চার মৌসুমে পাঞ্জাবের হয়ে তার রান ছিল ৬৫৯, ৫৯৩, ৬৭০ ও ৬২৬। প্রতি মৌসুমেই তার গড় ছিল পঞ্চাশের বেশি। এই সময়টায় দলের ২৬.৫২ শতাংশ রান একাই করেছেন তিনি।

টুর্নামেন্টের আরেক নতুন দল আহমেদাবাদ নিলামের আগে নিশ্চিত করেছে হার্দিক পান্ডিয়া, রশিদ খান ও শুবমান গিলকে।

পেস বোলিং অলরাউন্ডার পান্ডিয়া ও টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সবচেয়ে কাঙ্ক্ষিত তারকাদের একজন রশিদ পাচ্ছেন ১৫ কোটি রুপি করে। তরুণ ওপেনার গিলের পারিশ্রমিক ৮ কোটি রুপি।

অধিনায়ক হিসেবে পান্ডিয়ার নাম ঘোষণা করে দিয়েছে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। তাদেরও দলের নাম ঠিক হয়নি এখনও।

ধরে রাখা ক্রিকেটারদের তালিকা:

চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, মইন আলি, রুতুরাজ গায়কোয়াড়।

দিল্লি ক্যাপিটালস: রিশাভ পান্ত, আকসার প্যাটেল, পৃথ্বী শ, আনরিক নরকিয়া।

কলকাতা নাইট রাইডার্স: আন্দ্রে রাসেল, বরুন চক্রবর্তি, ভেঙ্কাটেশ আইয়ার, সুনিল নারাইন।

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড।

পাঞ্জাব কিংস: মায়াঙ্ক আগারওয়াল, আর্শদিপ সিং।

রাজস্থান রয়্যালস: সাঞ্জু স্যামসন, জশ বাটলার, যাশাসবি জয়সওয়াল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ।

সানরাইজার্স হায়দরাবাদ: কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিক।

আহমেদাবাদ: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুবমান গিল।

লক্ষ্মৌ: লোকেশ রাহুল, মার্কাস স্টয়নিস, রবি বিষ্ণই।