ছোট রানের ম্যাচে জয়ে শুরু সাকিবদের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2022 03:35 PM BdST Updated: 21 Jan 2022 06:00 PM BdST
-
৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব আল হাসান। ছবি: ফরচুন বরিশাল
-
ওপেনিংয়ে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সৈকত আলি। ছবি: ফরচুন বরিশাল
-
ক্যারিয়ার সেরা বোলিং করলেও দলকে জেতাতে পারেননি মেহেদী হাসান মিরাজ
-
চট্টগ্রামকে কিছুটা উদ্ধার করেন বেনি হাওয়েল। ছবি: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
টুর্নামেন্টের প্রথম বলেই ছক্কা! তাতে সবার নড়েচড়ে বসার পালা। কিন্তু শুরুর সেই গর্জনের প্রতিফলন পরে আর পড়ল না বর্ষণে। বরং ধুঁকে ধুঁকে ভোগান্তির টি-টোয়েন্টি ব্যাটিংই দেখা গেল আবার। রান খরার জন্য বরাবরই সমালোচিত বিপিএলের নতুন আসর শুরু হলো সেই পুরনো ধাঁচেই। তাতে মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে জয়ে টুর্নামেন্ট শুরু করল সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
বিপিএলের নতুন আসরের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে বরিশালের জয় ৪ উইকেটে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার চট্টগ্রাম ২০ ওভারে তোলে ১২৫ রান। টপ ও মিডল অর্ডারের বাজে ব্যাটিংয়ের মহড়ার পর আটে নেমে বেনি হাওয়েল করেন ২০ বলে ৪১।
মিরাজের দারুণ বোলিংয়ে এই রান নিয়েও বেশ লড়াই করে চট্টগ্রাম। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। শুরুতে সৈকত আলি এগিয়ে নেন বরিশালকে, শেষ দিকে ছোট্ট ক্যামিও খেলে ৮ বল বাকি রেখে দলকে জেতান জিয়াউর রহমান।

ক্যারিয়ার সেরা বোলিং করলেও দলকে জেতাতে পারেননি মেহেদী হাসান মিরাজ
স্পিনে চট্টগ্রামের আরেক ভরসা নাসুম আহমেদ আঁটসাঁট বোলিং করলেও উইকেট পাননি। পেসার শরিফুল ইসলাম একদমই ভালো করতে পারেনি। চট্টগ্রামের সম্ভাবনাও তাতে কমে যায় কিছুটা।
প্রথম ম্যাচের সবচেয়ে উল্লেখযোগ্য দিক যদিও শ্রীহীন ব্যাটিং। শের-ই-বাংলার উইকেট কাঠগড়ায় থাকে নিত্যই। তবে এই ম্যাচে উইকেট যে ব্যাটিং প্রতিকূল ছিল, এমন নয়। দুই দলের ব্যাটসম্যানরাই যেন প্রতিযোগিতায় মেতেছিলেন, কে কত খারাপ শট খেলতে পারেন।
চট্টগ্রাম ব্যাটিংয়ে নামে টসে হেরে। প্রথমবার বিপিএল খেলতে নামা কেনার লুইস ম্যাচের প্রথম বলেই নাঈম হাসানের অফ স্পিন উড়িয়ে মারেন লং অন দিয়ে। ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান পরে টিকতে পারেন মোটে আর এক বল। তৃতীয় বলে আবার লং অন দিয়ে ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়েন নাজমুল হোসেন শান্তর হাতে।
তিনে নামা আফিফ হোসেন আউট হন এমন এক ডেলিভারিতে, যেটিতে চাইলেও আউট হওয়া কঠিন। আলজারি জোসেফের লেগ স্টাম্পের বেশ বাইরের বলে ব্যাট চালিয়ে ধরা পড়েন তিনি উইকেটের পেছনে।
জোসেফকেই টানা দুই বলে বাউন্ডারি মেরে সাব্বির রহমান শুরুটা করেন আশা জাগানিয়া। কিন্তু তিনি উইকেট বিলিয়ে আসেন বাজে শটে। সাকিবকে স্লগ সুইপ করার চেষ্টায় হয়ে যান এলবিডব্লিউ।

চট্টগ্রামকে কিছুটা উদ্ধার করেন বেনি হাওয়েল। ছবি: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
চট্টগ্রাম অধিনায়ক মিরাজ পাঁচে নেমে ২০ বলে খেলে ৯ রান করে আউট হন নাঈমকে উড়িয়ে মারার চেষ্টায়। জোসেফকে উইকেট উপহার দেওয়ার আগে শামীম হোসেনও পারেননি ঝড় তুলতে (২৩ বলে ১৪)।
চট্টগামের তখন একশ নিয়েই টানাটানি। ১৪ ওভারে রান মোটে ৬ উইকেটে ৬৩।
হাওয়েল ও নাঈম ইসলাম এরপর দলকে টানেন খানিকটা।
২০১৬ সালের পর প্রথমবার বিপিএল খেলতে নেমে নাঈম শুরু করেন ডোয়াইন ব্রাভোকে দারুণ ছক্কা মেরে। শেষটা যদিও ভালো করতে পারেননি অভিজ্ঞ ব্যাটসম্যান। আউট হন ১৮ বলে ১৫ করে।
চট্টগ্রাম শেষটা ভালো করতে পারে হাওয়েলের দারুণ ব্যাটিংয়ে। শেষ দিকে ডোয়াইন ব্রাভো ও জোসেফের ওপর ঝড় বইয়ে দেন হাওয়েল। তিনটি করে চার ও ছক্কা আসে তার ব্যাট থেকে। তার সৌজন্যেই শেষ ৪ ওভারে ৪৮ রান তুলতে পারে চট্টগ্রাম।
বরিশালের রান তাড়াও শুরু হয় দৃষ্টিকটু ব্যাটিংয়ে। দ্বিতীয় ওভারেই মিরাজের সোজা বল স্লগ করতে গিয়ে বোল্ড নাজমুল হাসান শান্ত। তিনে নেমে অধিনায়ক সাকিবও একইভাবে উইকেট উপহার দেন মিরাজকে (১৬ বলে ১৩)।

ওপেনিংয়ে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সৈকত আলি। ছবি: ফরচুন বরিশাল
এক পর্যায়ে ৩৫ বলে ৩৪ রান প্রয়োজন ছিল বরিশালের, উইকেট তখনও বাকি ৭টি। কিন্তু মিরাজের এক ওভারে তিন উইকেট ম্যাচে নিয়ে আসে উত্তেজনা।
স্লগ করে ছক্কার চেষ্টায় সৈকত (৩৫ বলে ৩৯) ধরা পড়েন সীমানায়, পরের বলে ইরফান শুক্কুর এলবিডব্লিউ হন রিভার্স সুইপ করতে গিয়ে। ওভারের শেষ বলে আফিফের দুর্দান্ত থ্রোয়ে রান আউট হয়ে যান সালমান হোসেন।
চাপে পড়া বরিশালকে সেখান থেকে জয়ের ঠিকানায় নিয়ে যান দুই অভিজ্ঞ ব্রাভো ও জিয়াউর।
প্রথম স্পেলে দারুণ বোলিং করা তরুণ পেসার মুকিদুল ইসলামের এক ওভারে দুটি চার ও একটি ছক্কা মেরে ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত করে দেন জিয়াউর (১২ বলে ১৯*)।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১২৫/৮ (লুইস ৬, জ্যাকস ১৬, আফিফ ৬, সাব্বির ৮, মিরাজ ৯, শামীম ১৪, নাঈম ১৫, হাওয়েল ৪১, মুকিদুল ৪*, শরিফুল ০; নাঈম ৪-০-২৫-২, সাকিব ৪-০-৯-১, জোসেফ ৪-০-৩২-৩, লিন্টট ৪-০-১৮-১, ব্রাভো ৪-০-৩৯-১)।
ফরচুন বরিশাল: ১৮.৪ ওভারে ১২৬/৬ (শান্ত ১, সৈকত ৩৯, সাকিব ১৩, হৃদয় ১৬, ইরফান ১৬, ব্রাভো ১২*, সালমান ০, জিয়াউর ১৯*; নাসুম ৪-০-১৯-০, মিরাজ ৪-০-১৬-৪, শরিফুল ৩-০-২৯-০, জ্যাকস ১-০-৭-০, হাওয়েল ৩.৪-০-২৬-০, মুকিদুল ৩-০-২৫-১)।
ফল: ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মেহেদী হাসান মিরাজ
-
হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
-
আইএসএসবি’র মনোবিদদের সঙ্গে ক্রিকেটারদের সেশনের পরিকল্পনা
-
৭ মেডেন ও ২ রান দিয়ে নাহিদার ৪ উইকেট
-
‘কোহলি এবার যত ভুল করেছে, পুরো ক্যারিয়ারে করেনি’
-
শারীরিক পরীক্ষা করাতে সিঙ্গাপুরে সাকিব
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- মার্সেলোর ক্যারিয়ার আমার চেয়েও ভালো: কার্লোস