বিপিএলে ‘স্পোর্টিং উইকেট’ হবে, বিশ্বাস সাকিবের

রানের খেলা বলে পরিচিত টি-টোয়েন্টি বরাবরই তার স্বাভাবিক গতি হারায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এবারও বিপিএল শুরুর আগে নানা শঙ্কার ওড়াউড়ি উইকেটের সম্ভাব্য আচরণ নিয়ে। ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের ধারণা, উইকেট এবার ভালো হবে। মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ অবশ্য ভালো উইকেট না পাওয়ার মানসিক প্রস্ততি নিয়ে রেখেছেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2022, 12:55 PM
Updated : 20 Jan 2022, 12:55 PM

ভরা ক্রিকেট মৌসুমেও এবার শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট বিশ্রাম পেয়েছে বেশ। উইকেট তাই ভালো থাকবে বলে আশা অনেকের। তবে আগে নানা সময়ে পর্যাপ্ত বিশ্রাম পেয়েও উইকেটের আচরণ ভালো না হওয়ার নজির এখানে আছে।

টুর্নামেন্ট শুরুর আগের দিন যখন সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন সাকিব, তখনও উইকেটের চেহারা দেখেননি তিনি। নিজের পর্যবেক্ষণের কথা তাই বলতে পারলেন না। তবে শোনালেন তিনি বিশ্বাসের কথা।

“যদিও এখনো দেখতে পাইনি (উইকেট)...আমি বিশ্বাস করি ভালো স্পোর্টিং উইকেট হবে। যেখানে সবার জন্য কিছু না কিছু থাকবে। আশা করছি, ভালো একটা ম্যাচ দিয়ে বিপিএল শুরু হবে।”

সাকিবের আগেই অবশ্য মাহমুদউল্লাহ বলে গেছেন, উইকেটের ভাবনায় তিনি কাতর নন।

“উইকেটের ব্যাপারে আলাদা কিছু নেই। ম্যাচ খেলার সময় মাথায় রাখতে হবে উইকেট ভালো হবে। আগে থেকেই যদি চিন্তা করেন উইকেট ধীরগতির থাকবে, আগে থেকেই তাহলে নেতিবাচক মানসিকতা নিয়ে মাঠে ঢুকছেন। এটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”

“এটা আমি চাই না, এটা চিন্তাও করি না। সবসময় ইতিবাচকতা নিয়ে মাঠে ঢুকতে চাই। ভালো উইকেট না হলে মানিয়ে নেব।”