বল হাতে দলে অবদান রাখার জন্য সেরা অবস্থায় আছেন বলে মনে করছেন ইংলিশ অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজে চলমান টুর্নামেন্টে গত শনিবার পাপুয়া নিউ গিনির বিপক্ষে চিরওয়ার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরে আইসিসি ইভেন্ট প্যানেল তার বোলিংয়ের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অ্যাকশনে ত্রুটি খুঁজে পায়।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে চিরওয়াকে তাৎক্ষনিকভাবে বোলিংয়ে নিষিদ্ধ করার খবর জানায়।
পাপুয়া নিউ গিনির বিপক্ষে জিম্বাবুয়ের ২২৮ রানে জয়ের ওই ম্যাচে ব্যাট হাতে ১৬ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলেন চিরওয়া। পরে বোলিংয়ে ৭ ওভারে স্রেফ ১১ রান দিয়ে নেন ২ উইকেট।
দুই ম্যাচে একটি করে জয় ও হারে ২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে জিম্বাবুয়ে।