৬৪ বলে ১৫৪ রানে ম্যাক্সওয়েলের রেকর্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2022 05:51 PM BdST Updated: 19 Jan 2022 07:27 PM BdST
ইনিংসের প্রথম বল খেললেন গ্লেন ম্যাক্সওয়েল, খেললেন শেষ বলটাও। মাঝের সময়টায় এই অস্ট্রেলিয়ান ব্যাট হাতে চালালেন তাণ্ডব। খুনে ব্যাটিংয়ে সেঞ্চুরি করে এগিয়ে গেলেন আরও, নাম লেখালেন রেকর্ড বইয়ে।
বিগ ব্যাশে বুধবার হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ৬৪ বলে অপরাজিত ১৫৪ রানের ইনিংস খেলেন মেলবোর্ন স্টার্স অধিনায়ক ম্যাক্সওয়েল। ২২ চার ও ৪ ছক্কায় গড়া ইনিংসটি প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
মজার ব্যাপার, ম্যাক্সওয়েল যখন রেকর্ডটা ভাঙেন, তার সঙ্গে ক্রিজেই ছিলেন আগের রেকর্ডধারী মার্কাস স্টয়নিস!
২০২০ সালের আসরে মেলবোর্ন স্টার্সের হয়েই সিডনি সিক্সার্সের বিপক্ষে অপরাজিত ১৪৭ রান করে স্টয়নিস রেকর্ড গড়েছিলেন। এবার তার ব্যাটে থেকে আসে ৩১ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাক্সওয়েলের দল করে ২৭৩ রান।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সর্বোচ্চ দলীয় স্কোর এটিই। আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টোয়েন্টি মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। রেকর্ডটা যৌথভাবে আফগানিস্তান ও চেক রিপাবলিকের, ২৭৮।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরির মালিক ম্যাক্সওয়েলের এবারের বিগ ব্যাশের আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ছিল না কোনো তিন অঙ্ক ছোঁয়া ইনিংস। সেখানে এই আসরে ১০ ম্যাচের মধ্যে তিনি করলেন দুটি সেঞ্চুরি!
বিগ ব্যাশে নিজের শততম এই ম্যাচে প্রথম তিন বলে ম্যাক্সওয়েলের রান ছিল ৩। ডার্চি শর্টকে পরপর চার-ছক্কায় ডানা মেলেন তিনি। নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিছানের পাঁচ বলের মধ্যে চার মারেন চারটি।
ম্যাক্সওয়েল ফিফটি পূর্ণ করেন বিগ ব্যাশে তার নিজের দ্রুততম ২০ বলে। আর সেঞ্চুরি ৪১ বলে, প্রতিযোগিতাটির ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম। রেকর্ডটা ক্রেইগ সিমন্সের, ৩৯ বলে।
ডানহাতি ব্যাটসম্যান সেঞ্চুরির পরও এগিয়ে যান দুর্বার গতিতে। লামিছানেকে চার মারেন টানা পাঁচটি। পরের বলে ডাবল নিয়ে ভেঙে দেন স্টয়নিসের রেকর্ড। তৃতীয় উইকেটে এই দুজন অবিচ্ছিন্ন ১৩২ রানের জুটি গড়েন মাত্র ৫৪ বলে।
পরে হারিকেন্সকে ১৬৭ রানে আটকে দিয়ে তারা ম্যাচটি জিতে নেন ১০৬ রানের বড় ব্যবধানে।
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
-
নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর কোহলির ৭৩
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!