হোবার্টে ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন স্টোকস-বেয়ারস্টো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2022 09:09 PM BdST Updated: 12 Jan 2022 09:37 PM BdST
অলরাউন্ডার বেন স্টোকস ও কিপার-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ভুগছেন চোট সমস্যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্টের আগে দল গঠন নিয়ে তাই ভিন্ন ভাবনা জো রুটের। ইংল্যান্ড অধিনায়ক বললেন, প্রয়োজনে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন গুরুত্বপূর্ণ এই দুই ক্রিকেটার।
অ্যাশেজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন সাইড স্ট্রেইনে চোট পান স্টোকস। পরে আর বোলিং করেননি তিনি। ব্যথা নিয়ে ব্যাটিং করে সিডনিতে দুই ইনিংসেই করেন ফিফটি। সিরিজে তিন ম্যাচ পর ইংলিশদের প্রথম হার এড়ানোর পথে রাখেন গুরুত্বপূর্ণ অবদান।
ওই ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দেন বেয়ারস্টো। ১১৩ রানের ইনিংসটি খেলার পথে আঙুলে বলের আঘাত পান তিনি। ব্যথা নিয়ে দ্বিতীয় ইনিংসে ১০৫ বলে করেন ৪১।
চলতি অ্যাশেজে প্রথম চার ম্যাচে কিপারের দায়িত্ব পালন করেন জস বাটলার। আঙুল ভেঙে যাওয়ায় তিনি ফিরে গেছেন ইংল্যান্ডে। বেয়ারস্টোও উইকেটের পেছনের দায়িত্ব পালনের অবস্থায় নেই। পঞ্চম ও শেষ টেস্টের কিপার কে হবেন, সেই ভাবনায় ইংল্যান্ড।
স্টোকস বোলিং করতে না পারলেও কেবল ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন, আর বেয়ারস্টোও থাকতে পারেন আগের ভূমিকায়; বুধবার বললেন রুট।
“তাদের বর্তমান অবস্থা আমাদের দেখতে হবে। বুঝতে হবে, তাদের শরীর কতটুকু নিতে পারবে। এরপর সবাইকে মূল্যায়ন করা হবে।”
“বেনকে (স্টোকস) অবশ্যই কেবল ব্যাটসম্যান হিসেবে নেওয়া যায়, জনির (বেয়ারস্টো) ক্ষেত্রেও তাই-অবশ্য সে আগে থেকেই ব্যাটসম্যান হিসেবেই খেলছে।”
বাটলার ছিটকে পড়ায় হোবার্টে হতে যাওয়া দিবা-রাত্রির এই টেস্টে ইংল্যান্ড একাদশে একটি পরিবর্তন নিশ্চিত আসতে যাচ্ছে। এরই মধ্যে স্যাম বিলিংসকে দলে যোগ করেছে ইংল্যান্ড। বুধবার তাকে দেখা গেছে কিপিং অনুশীলন করতে।
৩০ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যান টেস্ট অভিষেক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। রুটের বিশ্বাস, সুযোগ পেলে নিজের সবটুকু বিলিয়ে দেবেন বিলিংস।
“এখানকার কন্ডিশন সম্পর্কে তার ভালো জানা আছে। সব সময়ের মতো সে যখনই দলের সঙ্গে থাকে, অনেক শক্তি যোগায় এবং হাসতেই থাকে-সে তার ক্রিকেটকে অনেক ভালোবাসে। যদি সে সুযোগ পায়, নিজের সেরাটা উজার করে দিবে।”
আগামী শুক্রবার শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।
-
ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
-
ব্যাটিং ঝলকের পর বল হাতেও বিধ্বংসী বুমরাহ, চাপে ইংল্যান্ড
-
ফজলে মাহমুদের ৮৯, বোলিংয়ে উজ্জ্বল তানভির
-
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
-
ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
-
পটস-লিচদের মনোযোগ নাড়িয়ে সফল পান্ত
-
টেস্টে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো অ্যাগারের
-
নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ