বিপিএলের ম্যাচ শুরু দুপুর সাড়ে ১২টায়

এবারের বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। উদ্বোধনী দিনের আরেক ম্যাচে লড়বে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। টুর্নামেন্টের প্রথম ধাপের খেলা হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2022, 01:53 PM
Updated : 12 Jan 2022, 01:53 PM

বিসিবি আগেই জানিয়েছিল, ২১ জানুয়ারি শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই টুর্নামেন্টের অষ্টম আসর। বুধবার সন্ধ্যায় প্রকাশ করা হয় সূচি। শুক্রবার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোয় প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়, দ্বিতীয় ম্যাচ শুরু বিকেল সাড়ে ৫টায়।

জুম্মার নামাজের কারণে শুক্রবার প্রথম ম্যাচ শুরু দুপুর দেড়টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যায় সাড়ে ৬টায়।

টুর্নামেন্টের ঢাকা ও চট্টগ্রাম পর্বে দুই দিন করে খেলার পর বিরতি রাখা হয়েছে একদিন করে। সিলেট পর্বে খেলা টানা তিন দিন।

মিরপুরে চারটি গেম ডে-র পর দুই দিন বিরতি দিয়ে চট্টগ্রাম পর্বের খেলা শুরু ২৮ জানুয়ারি থেকে। চট্টগ্রামে খেলা শেষ ৪ ফেব্রুয়ারি। দুই দিন বিরতির পর ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি খেলা সিলেটে।

এরপর একদিনের বিরতি দিয়ে ১১ ফেব্রুয়ারি থেকে আবার খেলা মিরপুরে। ১৪ ফেব্রুয়ারি হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার, ১৮ ফেব্রুয়ারি ফাইনাল।

এলিমিনেটর থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলোয় রাখা হয়েছে রিজার্ভ ডে।

ঢাকা দলের নাম থেকেই পরিষ্কার, শেষ পর্যন্ত এই দলটি আর বিসিবির নেই। এই দলের মালিকানা পেয়েছে মিনিস্টার গ্রুপ।