ভারত শিবিরে করোনাভাইরাসের ছোবল

করোনাভাইরাস হানা দিয়েছে ভারত দলে। আক্রান্ত হয়েছেন দলটির স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তাই তার দক্ষিণ আফ্রিকা সফর ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2022, 01:32 PM
Updated : 11 Jan 2022, 01:32 PM

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো মঙ্গলবারের প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহেই কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ওয়াশিংটন। সেক্ষেত্রে তার নির্ধারিত এক সপ্তাহের আইসোলেশন শেষের পথে।

চলতি সপ্তাহে ভারতের ওয়ানডে দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা রয়েছে। কিন্তু ওয়াশিংটনকে এই দলের সঙ্গে যোগ করা নিয়ে এখনও পথ খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

ব্যাঙ্গালুরুতে আছেন ওয়াশিংটন, যেখানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ওয়ানডে বিশেষজ্ঞদের সঙ্গে অনুশীলন করছিলেন তিনি। ক্রিকইনফোর খবর, দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দলের বাকি সবার ফল নেগেটিভ এসেছে এবং তারা ভ্রমণের জন্য প্রস্তুত।

আগামী ১৯ জানুয়ারি শুরু দুই দলের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ২১ ও ২৩ জানুয়ারি।