টেস্ট অভিষেকে নাঈমের শূন্য
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2022 09:05 AM BdST Updated: 10 Jan 2022 09:06 AM BdST
-
সাউদির বল স্টাম্পে টেনে আনলেন নাঈম। ছবি: আইসিসি টু্ইটার।
টেস্ট অভিষেকে একটা ইতিহাসের অংশ হয়ে গেছেন মোহাম্মদ নাঈম শেখ। বাংলাদেশের শততম টেস্ট ক্রিকেটার তিনি। কিন্তু ব্যাট হাতে শতরান বা ভালো ইনিংস খেলে উপলক্ষ্য রাঙানো তো বহুদূর, রানই করতে পারলেন না বাঁহাতি এই ওপেনার।
টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম ইনিংসে নাঈম আউট শূন্য রানে। ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে সোমবার টিম সাউদির বাড়তি লাফানো বল তিনি টেনে আনেন স্টাম্পে। বিদায় নেন ৫ বলে শূন্য রান করে।
দুই বছর আগেও টেস্ট অভিষেকে শূন্য রানের অভিজ্ঞতা ছিল না বাংলাদেশের কোনো ওপেনারের। এখন নাঈমকে দিয়ে এই তেতো স্বাদ পেয়ে গেলেন ৩ জন।
টেস্ট অভিষেকে শূন্য রানে আউট হওয়া বাংলাদেশের প্রথম ওপেনার সাইফ হাসান। ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে তিনি আউট হন ২ বলে শূন্য রানে। বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির বলে ডানহাতি ওপেনার ক্যাচ দেন দ্বিতীয় স্লিপে।
পাকিস্তানের বিপক্ষেই পরে এই অভিজ্ঞতা হয় মাহমুদুল হাসান জয়ের। এই নিউ জিল্যান্ড সফরে যাওয়ার ঠিক আগে মিরপুর টেস্টে বাঁহাতি স্পিনার সাজিদ খানের বলে আউট হন তিনি ৭ বলে শূন্য করে।
অনাকাঙ্ক্ষিত এই তালিকায় এবার নাম লেখালেন নাঈম।
তিনজনই শূন্যতে আউট হলেন অভিষেক টেস্টে নিজের প্রথম ইনিংসেই। সাইফ ও জয় দ্বিতীয় ইনিংসে রান পেলেও পারেননি উল্লেখযোগ্য কিছু করতে। অপেক্ষা এবার নাঈমের দ্বিতীয় ইনিংসের জন্য।
টেস্ট অভিষেকের আগে নাঈম সবশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন ২ বছর আগে। সেই ম্যাচের দুই ইনিংসেও করেছিলেন শূন্য।
সব পজিশন মিলিয়ে টেস্ট অভিষেকে শূন্য রানে আউট হওয়া বাংলাদেশের ২৫তম ক্রিকেটার নাঈম। আগের ২৪ জনের মধ্যে দুই পেসার আলমগির কবির ও কামরুল ইসলাম রাব্বি অভিষেকে পেয়েছিলেন ‘পেয়ার’, মানে জোড়া শূন্য।
অনুমিতভাবেই শূন্যের তালিকায় লোয়ার অর্ডারদেরই ছড়াছড়ি। সাত নম্বর পজিশনের মধ্যে ব্যাট করে অভিষেকে শূন্য রানে আউট হয়েছেন তিন ওপেনার ছাড়া আর চারজন।
২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে প্রথম ইনিংসে ১৬ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ইনিংসে শূন্য করেন কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ সেলিম। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে প্রথম ইনিংসে শূন্য রানে ফেরেন জহুরুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে তিনি করেছিলেন ৫ চার ও ২ ছক্কায় ৪৩।
২০১৭ সালে ক্রাইস্টচার্চের এই হ্যাগলি ওভালেই নুরুল হাসান সোহান প্রথম ইনিংসে ৪৭ রানের লড়িয়ে ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে বিদায় নেন শূন্যতে। সবশেষ ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে শূন্যতে ফেরেন মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় ইনিংসে অবশ্য তিনি করেছিলেন ৬৭।
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’