কোভিডে জর্জরিত বিগ ব্যাশ, আক্রান্ত ম্যাক্সওয়েল

বিগ ব্যাশে বেড়েই চলেছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। ব্রিজবেন হিটের ১২ জন খেলোয়াড় ও একজন কোচ কোভিড-১৯ পজিটিভ হওয়ায় স্থগিত হয়ে গেছে সিডনি সিক্সার্সের বিপক্ষে তাদের ম্যাচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2022, 01:28 PM
Updated : 5 Jan 2022, 01:28 PM

প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ও মেলবোর্ন স্টার্সের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েলও। দলটিতে আক্রান্ত খেলোয়াড়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এছাড়া তাদের আট জন স্টাফও আক্রান্ত।

ব্রিজবেন সময়মতো পর্যাপ্ত বদলি খেলোয়াড় না পাওয়ায় তাদের বুধবারের ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান টুর্নামেন্টের জেনারেল ম্যানেজার অ্যালিস্টার ডবসন। পরবর্তীতে পুনরায় ম্যাচটির তারিখ নির্ধারণ করা হবে।

ম্যাচটি মূলত হওয়ার কথা ছিল মঙ্গলবার। কোভিডের প্রাদুর্ভাবেই পিছিয়ে দেওয়া হয়েছিল একদিন।

মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে গত সোমবারের ম্যাচ হারের পর করানো পরীক্ষায় ম্যাক্সওয়েলের ফল পজিটিভ আসার কথা বুধবার জানায় মেলবোর্ন স্টার্স। এই অলরাউন্ডার পরে পিসিআর টেস্ট করিয়েছেন এবং সেটির ফলের অপেক্ষায় আছেন।

আগামী শুক্রবার অ্যাডিলেইড স্টাইকার্সের বিপক্ষে পরের ম্যাচের আগে মেলবোর্ন স্টার্সের অন্তত ১০ খেলোয়াড় ও আট স্টাফ আইসোলেশন থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করা হচ্ছে।

মেলবোর্ন রেনেগেডসও এদিন তাদের স্কোয়াডের একজনের কোভিড পজিটিভ আসার কথা জানায়। বাতিল করা হয় তাদের বিকেলের অনুশীলন।

কোভিডের হানায় বিপর্যস্ত বিগ ব্যাশের পুরো টুর্নামেন্ট এখন মেলবোর্নে সরিয়ে নেওয়ার সম্ভাবনা বেড়ে গেছে।