‘আমি বিমান সেনা, স্যালুট দিতে জানি’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2022 05:38 PM BdST Updated: 05 Jan 2022 05:58 PM BdST
-
ইবাদত হোসেনের চেনা উদযাপন। ছবি: টুইটার।
-
ম্যাচের পর ইবাদতকে স্যালুট করছেন জাতীয় দলে ও সিলেট দলে তার দুই সতীর্থ পেসার সৈয়দ খালেদ আহমেদ ও আবু জায়েদ চৌধুরি। ছবি: ইবাদতের ফেইসবুক।
ইবাদত হোসেন চৌধুরির উইকেট উদযাপনের রহস্য বাংলাদেশ ক্রিকেটের অনেকেরই জানা। এবার তা জেনে গেল ক্রিকেট বিশ্বও। নিউ জিল্যান্ডে বাংলাদেশের ইতিহাস গড়া জয়ের নায়ক মাথা উঁচু করে বললেন, বাংলাদেশ ক্রিকেট দল ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধিত্ব করতে পেরে গর্বের কথা।
কিছুদিন আগেও বোলিংয়ের চেয়ে বেশি আকর্ষণীয় ছিল সম্ভবত ইবাদত হোসেন চৌধুরির উদযাপন। উইকেট নেওয়ার পর খানিকটা মার্চ করে তিনি ঠুকে দেন ‘স্যালুট।’
এমন উদযাপনের কারণ তার আরেকটি পরিচয়। বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যই শুধু নয়, তিনি বাংলাদেশ বিমান বাহিনীরও সদস্য। ২০১২ সালে যোগ দেন বাহিনীতে। বিমান বাহিনীর হয়ে খেলতেন ভলিবল। তবে ভালোবাসা ছিল ক্রিকেটের প্রতিও। আর ছিল জোরে বল করতে পারার সহজাত সামর্থ্য। ভলিবল খেলোয়াড় ইবাদত স্বপ্ন দেখতেন কোনোভাবে ক্রিকেটের ভুবনে বিচরণের। ২০১৪ সালে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটও খেলে ফেলেন।
আরও বড় পর্যায়ে তাকে উঠে আসার সুযোগটা করে দেয় ২০১৬ সালের পেসার হান্ট কার্যক্রম। সেই আসরের সবচেয়ে গতিময় বোলার হিসেবে পুরষ্কার পেয়ে যান। ঘষেমেজে তাকে গড়ে তুলতে হাই পারফরম্যান্স স্কোয়াডে নিয়ে আসে বিসিবি। সেখানেই একটি ক্যাম্পে তাকে দেখে মনে ধরে সাবেক পাকিস্তানি পেসার ও এখন কোচ হিসেবে খ্যাতিমান হয়ে ওঠা আকিব জাভেদের। যাওয়ার সময় আকিব সংশ্লিষ্টদের বলে যান, ইবাদতের দিকে বাড়তি নজর রাখতে।
ইবাদতের জীবনের মোড় ততদিনে ঘুরে গেছে। ঘুরে যায় ভলিবল খেলোয়াড় হিসেবে অধ্যায়। বিমান বাহিনীর চাকরি যদিও রয়ে যায়, বাহিনী থেকে সহায়তাও পান যথেষ্ট। তবে ক্রিকেট হয়ে ওঠে তার জীবন।
ছেলেবেলা থেকে ক্রিকেটের প্রাতিষ্ঠানিক শিক্ষা ততটা ছিল না। বিসিবির সিস্টেমে থেকে চেষ্টা করেন নিজেকে তৈরি করার। এরপর নজর কাড়েন ঘরোয়া ক্রিকেট, বিসিবি একাদশ ও বিপিএলে। পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনিসের সঙ্গে কাজ করার সুযোগ পান বিপিএলে। ২০১৯ সালের মার্চে মাথায় ওঠে টেস্ট ক্যাপ।
হতাশার অধ্যায়ও শুরু সেখান থেকে। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে একদমই সুবিধা করতে পারছিলেন না তিনি। বলে ছিল না ধার, বৈচিত্র ও স্কিলের গভীরতা। এই সফরের আগে ১০ টেস্ট খেলে উইকেট ছিল স্রেফ ১১টি। বোলিং গড় ছিল ৮১.৫৪, দশটির বেশি উইকেট শিকারিদের মধ্যে যা ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি।
তবু ইবাদতের ওপর আস্থা রেখে যায় দল। অবশেষে তিনি দিলেন সেটির প্রতিদান। দেশের বাইরে বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিং কীর্তি গড়ে দলকে এনে দিলেন ঐতিহাসিক জয়।

ম্যাচের পর ইবাদতকে স্যালুট করছেন জাতীয় দলে ও সিলেট দলে তার দুই সতীর্থ পেসার সৈয়দ খালেদ আহমেদ ও আবু জায়েদ চৌধুরি। ছবি: ইবাদতের ফেইসবুক।
“আমি বাংলাদেশ বিমান বাহিনীর সেনা। আমি জানি কিভাবে স্যালুট করতে হয়। ভলিবল থেকে ক্রিকেটে আসা একটি লম্বা গল্প। আমি ক্রিকেট উপভোগ করছি এবং বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করছি, বাংলাদেশ বিমান বাহিনীকেও।”
ইবাদতের উন্নতির পেছনে ওটিস গিবসনের অবদানের কথাও বাংলাদেশ ক্রিকেটে অজানা নয়। বোলিং কোচ দীর্ঘদিন ধরেই নিবিড়ভাবে কাজ করে আসছেন তাকে নিয়ে। তার সামর্থ্য নিয়ে আশার কথাও শুনিয়েছেন বারবার। প্রবল সমালোচনার মধ্যেও ভরসার হাত রেখে গেছেন কাঁধে। ক্যারিয়ারের স্মরণীয়তম দিনটিতে ইবাদতও ভুললেন না কোচের কথা।
“গত ২ বছর ধরে আমি ওটিস গিবসনের সঙ্গে কাজ করছি। তিনি সবসময় আমাদের সাহায্য করেন। বাংলাদেশের কন্ডিশনে আমরা খুব একটা সহায়তা পাই না। এখনও আমরা শিখছি। দেশের বাইরে কীভাবে বল করতে হয়, শিখছি। কিভাবে রিভার্স করতে হয়, নিউ জিল্যান্ডে ভালো লেংথে কীভাবে বল করতে হয়। আমি চেষ্টা করেছি টপ অব দা স্টাম্প হিট করতে। সাফল্য এসেছে তাতেই, একটু ধৈর্য ধরতে হয়েছে।”
নিজের সাফল্যের পাশাপাশি ইবাদত উচ্ছ্বসিত দলের ইতিহাস গড়া জয়েও। ২৭ বছর বয়সী পেসার বললেন, নিউ জিল্যান্ডে বাংলাদেশের দুঃস্বপ্নের অতীত বদলে ভবিষ্যতের জন্য প্রেরণার রসদ রেখে দিতে চেয়েছিলেন তারা।
“নিউ জিল্যান্ডের মাটিতে গত ১১ বছরে (২০ বছরে) আমাদের ভাইরা ও আমাদের দল কোনো জয় পায়নি। আমরা এবার একটি লক্ষ্য নিয়ে এসেছিলাম। আমরা সবাই মিলে হাত তুলে প্রতিজ্ঞা করেছি, নিউ জিল্যান্ডের মাটিতে আমরা এটা (জয়) করতে পারি। নিউ জিল্যান্ডকে ওদের মাটিতে আমরা হারাতে পারি।”
“আরেকটা ব্যাপার, আমরা জানি যে নিউ জিল্যান্ড টেস্টের চ্যাম্পিয়ন। আমরা যদি ওদেরকে ওদের মাটিতে হারাতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মও জানবে যে তারাও হারাতে পারবে। এটাই ছিল মূল লক্ষ্য।”
-
মুশফিকের সেঞ্চুরি ও মন্থর দিনের শেষে হঠাৎ আশার ঝিলিক
-
‘নতুন যুগের সূচনায়’ ইংল্যান্ড দলে ফিরলেন অ্যান্ডারসন-ব্রড
-
৫ হাজার ছোঁয়ার দিনে মুশফিকের মন্থরতম সেঞ্চুরি
-
অস্ট্রেলিয়ার নারী দল ছেড়ে মর্গ্যানদের কোচ মট
-
আইপিএল ছেড়ে যাচ্ছেন উইলিয়ামসন
-
শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
-
সবার আগে ৫ হাজারে মুশফিক
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
সর্বাধিক পঠিত
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
- ‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’