পাকিস্তানের ৩১৪ রান তাড়ায় ২৯৮ রানে থেমেছে ডাচদের ইনিংস।
তিন বছরের চুক্তিতে ৪০ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান এই কোচকে নিয়োগ দেওয়ার কথা মঙ্গলবার জানায় ক্রিকেট আয়ারল্যান্ড।
ওয়ার্ক পারমিট পাওয়ার সাপেক্ষে আইরিশ দলের সঙ্গে আগামী মার্চে যোগ দেওয়ার কথা রয়েছে মালানের।
মালান বর্তমানে নিউ জিল্যান্ডের ঘরোয়া দল অকল্যান্ড এইসের প্রধান কোচের দায়িত্বে আছেন। বিভিন্ন মেয়াদে নিউ জিল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ ও ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। নিউ জিল্যান্ড ‘এ’ দলের কোচও ছিলেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার।
আয়ারল্যান্ড এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আছে ওয়েস্ট ইন্ডিজে। সিরিজটি শুরু আগামী শনিবার। গত ডিসেম্বরে ফোর্ড দায়িত্ব ছাড়ার পর থেকে দলটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন ডেভিড রিপলি।