যুব বিশ্বকাপে কোভিড আক্রান্ত জিম্বাবুয়ের ৪ ক্রিকেটার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর আগেই হানা দিয়েছে করোনাভাইরাস। জিম্বাবুয়ে দলের চার ক্রিকেটার প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে সেলফ-আইসোলেশনে আছেন তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2022, 06:12 PM
Updated : 3 Jan 2022, 06:12 PM

পিসিআর টেস্টে তাদের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা সোমবার জানায় জিম্বাবুয়ে ক্রিকেট। তারা সবাই ভালো আছেন এবং কারও শরীরে কোনো উপসর্গ নেই বলে জানানো হয়েছে।

সেন্ট কিটস অ্যান্ড নেভিসে বাকি দলের সঙ্গে যোগ দেওয়ার আগে তাদের পুনরায় কোভিড পরীক্ষা করানো হবে। সেখানে জিম্বাবুয়ের যুবারা দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে কানাডা ও বাংলাদেশের বিপক্ষে, যথাক্রমে ৯ ও ১১ জানুয়ারি।

আর ১৬ জানুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপ অভিযান শুরু করবে জিম্বাবুয়ে। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান ও পাপুয়া নিউ গিনি।

চার গ্রুপের শীর্ষ দুটি করে দল সুপার লিগ নকআউট পর্বে উঠবে। এরপর হবে সেমি-ফাইনাল। সুপার লিগে উঠতে না পারা প্রতি গ্রুপের বাকি দুই দল খেলবে প্লেট চ্যাম্পিয়নশিপে।

দক্ষিণ আফ্রিকায় ২০২০ সালে হওয়া সবশেষ আসরের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।