মাহমুদুলকে ফেরানোর সুযোগ যেভাবে হারাল নিউ জিল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2022 06:29 PM BdST Updated: 02 Jan 2022 06:29 PM BdST
নিউ জিল্যান্ডের সামনে বাঁধার দেয়াল হয়ে দাঁড়িয়ে যিনি, তাকে ফেরানোর বড় একটা সুযোগ এসেছিল। কিন্তু নিজেদের ভুলেই সেটা তারা পারেনি। কিউইরা রিভিউ না নেওয়ায় বেঁচে যাওয়া মাহমুদুল হাসান জয় দিন শেষ করেন অপরাজিত থেকে। নিউ জিল্যান্ডের পেসার নিল ওয়্যাগনার দিনশেষে বললেন, ব্যাটের কানায় লাগার মতো শব্দ পেয়ে তারা রিভিউ নেননি।
সাদমান ইসলামকে ফিরিয়ে নিউ জিল্যান্ডকে প্রথম উইকেট এনে দেওয়া ওয়্যাগনারই পেতে পারতেন আরেকটি উইকেট। তার দারুণ এক ডেলিভারি লাগে মাহমুদুলের প্যাডে। খালি চোখেই মনে হচ্ছিল, বিপদ আছে ব্যাটসম্যানের। তবে জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার।
স্টাম্প মাইকে তখন ধরা পড়ে কিউইদের কথোপকথন। বল ব্যাটে লেগেছে কিনা, সতীর্থদের কাছে এটি বারবার জানতে চাইছিলেন ওয়্যাগনার। শেষ পর্যন্ত রিভিউ নেননি কিউইরা। পরে স্নিকোমিটারে ফুটে ওঠে, বল লাগেনি তার ব্যাটে। টিভি রিপ্লেতে দেখা যায়, বল লাগছিল মিডল স্টাম্পে।
মাহমুদুলের রান ছিল তখন কেবল ২০। সেই ব্যাটসম্যান দুই সেশনের বেশি একপ্রান্ত আঁকড়ে রেখে দিন শেষ করেন ২১১ বলে ৭০ রান নিয়ে। বাংলাদেশের ইনিংসের হাল ধরে রেখেছেন তিনিই।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ওয়্যাগনার জানালেন রিভিউ না নেওয়ার কারণ।
“আজকে বেশ বাতাস ছিল। স্পষ্ট একটা শব্দ হয়েছিল। মনে হচ্ছিল, ব্যাটের কানায় লেগেছে বল। আমি জিজ্ঞেস করছিলাম (সতীর্থদের), তার ব্যাটে লেগেছে কিনা। স্টাম্পের পেছনে থাকা ছেলেরা বলছিল, লাগেনি। তবে আমার প্রান্তের স্টাম্পের পাশে থাকা দুজন বলছিল, ওরা শব্দ শুনেছে। ওরা বলছিল, ব্যাটে লেগেছে। আমার মনে হচ্ছিল, ব্যাটে না লাগলে নিশ্চিত আউট।”
“আমরা সবাই মিলেই সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছি। এটা খেলারই অংশ। আম্পায়ারও কিন্তু মনে করেছিল, ব্যাটে লেগেছে। শব্দ পেয়েই তিনি আউট দেননি। দুর্ভাগ্যজনকভাবে আমি যা শুনেছিলাম, হয়েছে এর উল্টো। এরকমই হয় আর কী!”
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’