সাকিব-তামিমদের চেয়ে ‘ভিন্ন ব্র্যান্ডের ক্রিকেট’ মাহমুদুল-শান্তদের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2022 05:39 PM BdST Updated: 02 Jan 2022 06:21 PM BdST
এমনিতেই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় আস্থার জায়গা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। নিউ জিল্যান্ডে টেস্টে তাদের রেকর্ড আরও বেশি ভালো। সেই দুজনই এবারের সফরে নেই। তবে তরুণ যে ব্যাটসম্যানরা খেললেন, তাদের দেখে মুগ্ধ নিল ওয়্যাগনার। নিউ জিল্যান্ডের এই পেসার বললেন, সাবধানী ক্রিকেট খেলে বাংলাদেশের এই তরুণরা তেমন কোনো সুযোগই দেননি প্রতিপক্ষকে।
নিউ জিল্যান্ডে ৭ টেস্ট খেলে ১টি সেঞ্চুরি ও ৬টি ফিফটি তামিম ইকবালের, ব্যাটিং গড় ৪৭.৮৪, স্ট্রাইক রেট ৭৮.৬৩। সেখানে সাকিবের রেকর্ড তো আরও ভালো। চার টেস্ট খেলে দুটি করে সেঞ্চুরি ও ফিফটি তার। রান করেছেন ৭৩.৮৫ গড়ে, স্ট্রাইক রেট ৭২.৩০।
সাকিব ও তামিমের স্ট্রাইক রেটই বলছে, এখানে কতটা দ্রুততায় রান তোলেন তারা। চলতি মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্র ছিল ভিন্ন। সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় রোববার ৪৩ রানের উদ্বোধনী জুটি গড়েন ১৮ ওভার খেলে। পরের জুটিতে মাহমুদুল ও নাজমুল হোসেন শান্ত ১০৪ রান যোগ করেন প্রায় ৪০ ওভার খেলে।
মাহমুদুল ৭০ রান নিয়ে দিন শেষ করেন ২১১ বল খেলে। শান্ত আউট হন ১০৯ বলে ৬৪ করে।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ওয়্যাগনার বললেন, বাংলাদেশের ওই অভিজ্ঞদের চেয়ে এই তরুণদের ব্যাটিংয়ের ঘরানা আলাদা।

“তরুণ যারা আছে এখানে, আজকে অসাধারণ খেলেছে। ধৈর্য নিয়ে খেলেছে। খুব বেশি সুযোগ ওরা দেয়নি, উইকেট আগলে রেখেছে। অনেক বল ছেড়েছে ওরা। উইকেট নেওয়ার জন্য আমাদের তাই নানারকম কিছু চেষ্টা করতে হয়েছে। এতে ওরা রান করার সুযোগ পেয়েছে। অনেক ভালো খেলেছে ওরা, কৃতিত্ব ওদের।”
নিউ জিল্যান্ডে সাকিব, তামিম, মুশফিকুর রহিমদের দারুণ কিছু ইনিংস যেমন আছে, তেমনি ব্যাটিং ধসের নজিরও আছে অনেক। এবার তামিম-সাকিববিহীন ব্যাটিং লাইন আপকে নিয়ে শঙ্কা ছিল বেশ। তবে প্রথম অভিযানে এখনও পর্যন্ত তারা এগিয়ে চলেছে দারুণভাবে। দ্বিতীয় দিনে ৭০ রানের মধ্যে কিউইদের শেষ ৫ উইকেট নেওয়ার পর নিজেরা ব্যাটিংয়ে দিন শেষ করেছে ২ উইকেটে ১৭৫ রানে। দিনটি পুরোপুরিই বাংলাদেশের।
ওয়্যাগনার বাংলাদেশকে কৃতিত্ব দিয়েই শোনালেন তৃতীয় দিনে ঘুরে দাঁড়ানার আশাবাদ।
“পুরো কৃতিত্ব বাংলাদেশের ব্যাটসম্যানদের। ওরা সত্যিই ভালো খেলেছে। অনেক ধৈর্য দেখিয়েছে তারা, লড়াই করেছে। কাজটা কঠিন নয় ওখানে। কঠিন লড়াইয়ের একটি দিন ছিল।”
“আমরাও যথেষ্ট চেষ্টা করেছি। তবে দুই প্রান্ত থেকে যথেষ্ট চাপ তৈরি করতে পারিনি। সবাই জোর চেষ্টা করেছে, তবে দিনটি আমাদের ছিল না। এটাই টেস্ট ক্রিকেটে। কালকে আমাদের সুযোগ আছে আরও বেশি চেষ্টা করার ও দ্রুত উইকেট নেওয়ার।”
-
শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
-
‘নতুন যুগের সূচনায়’ ইংল্যান্ড দলে ফিরলেন অ্যান্ডারসন-ব্রড
-
৫ হাজার ছোঁয়ার দিনে মুশফিকের মন্থরতম সেঞ্চুরি
-
অস্ট্রেলিয়ার নারী দল ছেড়ে মর্গ্যানদের কোচ মট
-
আইপিএল ছেড়ে যাচ্ছেন উইলিয়ামসন
-
সবার আগে ৫ হাজারে মুশফিক
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
সর্বাধিক পঠিত
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
- ‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’