আইসোলেশনে থাকা সিলভারউড কোভিড পজিটিভ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2022 04:07 PM BdST Updated: 02 Jan 2022 04:07 PM BdST
পরিবারের একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় আগে থেকেই আইসোলেশনে আছেন ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড। এবার তিনিও হলেন কোভিড-১৯ পজিটিভ।
টিকার সব ডোজ নেওয়া সিলভারউড গত বৃহস্পতিবার থেকেই আছেন আইসোলেশনে। ইসিবি রোববার জানায়, ৪৬ বছর বয়সী এই কোচের কোনো উপসর্গ নেই। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত তাকে থাকতে হবে আইসোলেশনে।
স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে দলের সঙ্গে থাকতে পারবেন না সিলভারউড। তার অনুপস্থিতিতে পরের টেস্টে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ব্যাটিং কোচ গ্রাহাম থর্প। সিডনিতে ম্যাচটি শুরু হবে আগামী বুধবার।
গত সোমবার বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন থেকে ইংল্যান্ড শিবিরে কোভিড আক্রান্তের খবর আসতে শুরু করে। সেদিন খেলা শুরু হয় আধঘণ্টা দেরিতে। র্যাপিড পরীক্ষায় নেগেটিভ হয়ে সেদিন মাঠে নামতে হয় ক্রিকেটারদের।
এরপর থেকেই দুই দলের ক্রিকেটারদের দফায় দফায় পিসিআর পরীক্ষা করানো হচ্ছে। নতুন করে করানো পরীক্ষায় এবার পজিটিভ হয়েছেন সিলভারউড।
অ্যাশেজের শেষ টেস্ট হোবার্টে শুরু হবে ১৪ জানুয়ারি। ততদিনে সিলভারউড আইসোলেশন থেকে মুক্তি পাবেন বলেই আশা ইংল্যান্ডের।
স্থানীয় একজন নেট বোলার কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর সিডনি ক্রিকেট মাঠে ইংল্যান্ডের রোববারের অনুশীলন বাধাপ্রাপ্ত হয়। পরে নিজেদের বোলার ও কোচিং স্টাফ দিয়ে অনুশীলন সম্পন্ন করে তারা। এরপর আরেকটি পিসিআর টেস্ট করানো হয় সবার।
-
মুমিনুলের চেয়ে ভালো কাউকে আপাতত দেখেন না সাকিব
-
তামিম শূন্য, মুমিনুল শূন্য, শেষ দিনের কঠিন পরীক্ষায় বাংলাদেশ
-
কুবরার ৪ উইকেটে গুলশান ইয়ুথ ক্লাবের বড় জয়
-
ভেটোরির আরেকটু কাছে সাকিব এবং পেসারদের এক যুগের খরা
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস