টেস্টে আগের চেয়ে ভালো করছে বাংলাদেশ, দাবি কোচের

ফলাফল বলছে, লাল বলের ক্রিকেটে দিন দিন অবনতির দিকে যাচ্ছে বাংলাদেশের পারফর‍ম‍্যান্স। ব‍্যর্থতার চক্রে পড়ে আছে মুমিনুল হকের দল। তবে এর মাঝেও অনেক ইতিবাচক ব‍্যাপার চোখে পড়ছে রাসেল ডমিঙ্গোর। বাংলাদেশ কোচের মতে, টেস্টে উন্নতির পথেই আছে তার দল; তবে পারছে না ফলাফলে ছাপ ফেলতে। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2021, 08:57 AM
Updated : 31 Dec 2021, 12:33 PM

তলানিতে থেকে টেস্ট চ‍্যাম্পিয়নশিপের প্রথম চক্র শেষ করেছিল বাংলাদেশ। নতুন চক্রও শুরু করেছে হার দিয়ে। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে গত মাসে সিরিজের দ্বিতীয় টেস্টে হারের ধরন ছিল বেশ বিব্রতকর। বৃষ্টিতে আড়াই দিনের বেশি খেলা ভেসে যাওয়ার পরও ইনিংস ব‍্যবধানে হারে সাকিব-মুশফিকরা।

প্রায় ‘সর্বাঙ্গে ব‍্যথা, ওষুধ দিব কোথা’ এমন অবস্থা টেস্ট দলের। তবে নিউ জিল‍্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগের দিন মাউন্ট মঙ্গানুইয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বললেন, দলের খেলায় উন্নতি চোখে পড়েছে তার।

“মাস দুয়েক ধরে খুব কঠিন সময় যাচ্ছে, সন্দেহ নেই। টেস্ট ম্যাচে আমরা দল হিসেবে উন্নতি করছি। ফলাফলে হয়তো সেই প্রতিফলন নেই, তবে টেস্ট ম্যাচে আমরা আগের চেয়ে ভালো করছি।”

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া বাংলাদেশ দল এই সিরিজে আবার যথেষ্ট শক্তি হারিয়েছে; পাচ্ছে না তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে। অভিজ্ঞদের ছাড়া নিউ জিল‍্যান্ডের মতো জায়গায় ভালো করার পথ হয়ে পড়েছে আরও কঠিন।

এখানেও একটা ইতিবাচক ব‍্যাপার দেখছেন ডমিঙ্গো। দলের কয়েকজনের নিউ জিল‍্যান্ডে খেলার অভিজ্ঞতা নেই। তাই এখানে ক্রমাগত হারের দুঃস্বপ্নও নেই তাদের। দক্ষিণ আফ্রিকান কোচ মনে করছেন, এ কারণেই নিউ জিল‍্যান্ডে তরুণদের ভালো করার খুব ভালো সুযোগ থাকবে।

“আমাদের দু-একজন বড় ক্রিকেটার এখানে নেই, যা খুব একটা আদর্শ নয়। তবে অনেক ইতিবাচক দিকও আছে এটির। অনেক তরুণ ক্রিকেটার এখানে এসেছে, যারা নিউ জিল্যান্ডে খুব একটা টেস্ট খেলেনি। আগের পারফরম্যান্সের ক্ষত তাই তাদের থাকবে না। এটিকে ইতিবাচক হিসেবে দেখতে হবে আমাদের।”

“আমরা জানি যে, টেস্ট ম্যাচে আমাদের রেকর্ড ভালো নয় এখানে। তবে আমরা রোমাঞ্চিত যে তরুণদের সামনে ভালো সুযোগ নিউ জিল্যান্ডের স্বাদ পাওয়ার ও ভালো পারফর্ম করার।”

কেবল টেস্ট ক্রিকেটেই নয়, নিউ জিল্যান্ডে এখন পর্যন্ত স্বাগতিকদের বিপক্ষে কোনো সংস্করণেই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। সব সংস্করণ মিলিয়ে দলটির বিপক্ষে তাদের মাটিতে ৩২ ম্যাচ খেলে সবকটিতে হেরেছে তারা।