এবার আইসোলেশনে ইংল্যান্ড কোচ সিলভারউড

মাঠের ক্রিকেটে চলছে দুঃসময়। মাঠের বাইরে কোভিডের হানায় জর্জর ইংল্যান্ড। পরিবারের একজন সদস্য আক্রান্ত হওয়ায় এবার অন্তত ১০ দিন আইসোলেশনে থাকতে হবে ক্রিস সিলভারউডকে। অ্যাশেজের চতুর্থ টেস্টে তাই কোচকে পাবে না ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2021, 06:24 AM
Updated : 30 Dec 2021, 06:24 AM

নতুন আক্রান্ত এই একজনকে নিয়ে ইংল্যান্ড স্কোয়াডের সাতজন এখনও পর্যন্ত কোভিড পজিটিভ হলেন। তাদের মধ্যে তিনজন সাপোর্ট স্টাফ, চারজন পরিবারের সদস্য।

সিলভারউডের অনুপস্থিতিতে পরের টেস্টে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ব্যাটিং কোচ গ্রাহাম থর্প। সিডনিতে টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী বুধবার।

গত সোমবার বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন থেকে ইংল্যান্ড শিবিরে কোভিড আক্রান্তের খবর প্রকাশিত হতে শুরু করে। সেদিন খেলা শুরু হয় আধঘণ্টা দেরিতে। র‌্যাপিড পরীক্ষায় নেগেটিভ হয়ে সেদিন মাঠে নামতে হয় ক্রিকেটারদের।

এরপর থেকেই দুই দলের ক্রিকেটারদের দফায় দফায় পিসিআর পরীক্ষা করানো হচ্ছে। আরেক দফা পরীক্ষা করানো হবে বৃহস্পতিবার। চার্টার্ড ফ্লাইটে দুই দল সিডনি যাবে শুক্রবার।

অ্যাশেজের শেষ টেস্ট এবার হোবার্টে শুরু হবে ১৪ জানুয়ারি থেকে। ততদিনে সিলভারউড আইসালেশন থেকে মুক্তি পাবেন বলেই আশা ইংল্যান্ডের।