বাতিলই হয়ে গেল আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্রের ওয়ানডে সিরিজ

করোনাভাইরাসের ছোবলে মাঠেই গড়াতে পারল না যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ। শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল তিন ম্যাচের সিরিজটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2021, 09:29 AM
Updated : 29 Dec 2021, 09:31 AM

আইরিশ দলের দুই জন সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের বেশ কয়েক জন সঙ্গীর কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। রোগটি বিস্তারের ঝুঁকি এড়াতে দুই দেশের ক্রিকেট বোর্ড মঙ্গলবার বিবৃতিতে সিরিজের বাকি দুই ম্যাচ বাতিলের সিদ্ধান্তের কথা জানায়। দুই দলের খেলোয়াড়দের সবার ফল নেগেটিভ এসেছে বলে জানানো হয় বিবৃতিতে।

ফ্লোরিডায় দল দুটির দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয় ১-১ সমতায়। প্রথম টি-টোয়েন্টি জিতে যুক্তরাষ্ট্র গড়ে ইতিহাস, টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয়ের স্বাদ পায় তারা।

পরে ম্যাচ অফিসিয়ালদের একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় বাতিল করা হয় প্রথম ওয়ানডে। মঙ্গলবারের দ্বিতীয় ওয়ানডে পিছিয়ে যায় একদিন। এবার পুরো সিরিজই বাতিল হয়ে গেল।

এবারই প্রথম নিজেদের মাটিতে আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে সিরিজ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র।

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে আগামী শুক্রবার কিংসটনের উদ্দেশে উড়াল দেবে আয়ারল্যান্ড দল। তবে কোভিড আক্রান্ত দুই জনকে ফ্লোরিডায় আইসোলেশনে থাকতে হবে।