প্রথম ডাকে লিটনকে নিল কুমিল্লা, ঢাকায় তামিম

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে সবার আগে দল পেয়েছেন লিটন দাস। এই কিপার-ব্যাটসম্যানকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় ডাকে ঢাকা দলে টেনেছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2021, 07:02 AM
Updated : 27 Dec 2021, 07:20 AM

ড্রাফটে নিজেদের প্রথম ডাকে সিলেট সানরাইজার্স নিয়েছে মোসাদ্দেক হোসেনকে, খুলনা টাইগার্স শেখ মেহেদি হাসানকে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শরিফুল ইসলামকে এবং ফরচুন বরিশাল নিয়েছে নুরুল হাসান সোহানকে।

ড্রাফটের আগের দিন নাটক হয়ে যায় ঢাকার মালিকানা নিয়ে। যারা এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পেয়েছিল, আর্থিক গ্যারান্টি দিতে না পারায় তাদের মালিকানা বাতিল করে বিসিবি। আপাতত ঢাকা ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব বিসিবির। পরে কোনো স্পন্সর পেলে তাদের দল তুলে দেওয়া হবে বলে জানায় বোর্ড।

ড্রাফটের আগেই ঢাকা নিশ্চিত করে নেয় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে। নিজেদের প্রথম ডাকে তারা দলে নেয় আরেক বড় তারকা তামিমকে। পরে তৃতীয় ডাকে ঢাকা আরেকটি চমক দেয় মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে।

প্রথম ডাকে দল পাওয়া লিটন আগেও খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। এই দলের হয়ে তার পারফরম্যান্স যদিও আগে ভালো নয়, ৩৩ ম্যাচ খেলে ১৬.৫৯ গড়ে তার রান ৪৪৮।

ড্রাফটে দল পেলেন যারা:

কুমিল্লা – লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভির ইসলাম।

ঢাকা – তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম চৌধুরি।

সিলেট- মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু।

খুলনা-শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলি চৌধুরি।

চট্টগ্রাম- শরিফুল ইসলাম, আফিফ হোসেন, শামীম হোসেন, মুকিদুল ইসলাম।

বরিশাল – নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি।

ড্রাফটের আগে দল চূড়ান্ত যাদের:

খুলনা: মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাকসে।

বরিশাল: সাকিব আল হাসান, ক্রিস গেইল, মুজিব উর রহমান, দানুশকা গুনাথিলাকা।

চট্টগ্রাম: নাসুম আহমেদ, কেনার লুইস, বেনি হাওয়েল।

কুমিল্লা: মুস্তাফিজুর রহমান।

ঢাকা: মাহমুদউল্লাহ, নাজিবউল্লাহ জাদরান, ইসুরু উদানা, কাইস আহমেদ।

সিলেট: তাসকিন আহমেদ, দিনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন আলেক্সজান্ডার।