রিজা হেনড্রিকসের দারুণ ইনিংসের পরও পারল না দক্ষিণ আফ্রিকা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার জয় ৬০ রানে। চামিন্দু বিক্রমাসিংহে ও সাদিশা রাজাপাকসার সেঞ্চুরিতে লঙ্কানরা ৫০ ওভারে ৪ উইকেটে করে ৩২২ রান। জবাবে নেপালের যুবারা থমকে যায় ২৬২ রানে।
২ ম্যাচে দুটি করে জয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট সমান ৪। নেট রানরেটে এগিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। দুটি করে হারে নেপাল ও কুয়েতের শূন্য পয়েন্ট।
আগামী মঙ্গলবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ নিজেদের প্রথম দুই ম্যাচে নেপালকে ১৫৪ রানে ও কুয়েতকে ২২২ রানে হারায়।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। ছবি: এশিয়ান ক্রিকেট কাউন্সিল
দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সেমি-ফাইনালে। এরপর ফাইনাল হবে নতুন বছরের প্রথম দিন, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।