বাংলাদেশকে নিয়ে সেমিতে লঙ্কান যুবারা

যুব এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা। নেপালকে হারিয়ে বাংলাদেশকে সঙ্গে নিয়ে টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠেছে লঙ্কান যুবারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2021, 01:41 PM
Updated : 26 Dec 2021, 01:41 PM

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার জয় ৬০ রানে। চামিন্দু বিক্রমাসিংহে ও সাদিশা রাজাপাকসার সেঞ্চুরিতে লঙ্কানরা ৫০ ওভারে ৪ উইকেটে করে ৩২২ রান। জবাবে নেপালের যুবারা থমকে যায় ২৬২ রানে।

২ ম্যাচে দুটি করে জয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট সমান ৪। নেট রানরেটে এগিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। দুটি করে হারে নেপাল ও কুয়েতের শূন্য পয়েন্ট।

আগামী মঙ্গলবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ নিজেদের প্রথম দুই ম্যাচে নেপালকে ১৫৪ রানে ও কুয়েতকে ২২২ রানে হারায়।

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। ছবি: এশিয়ান ক্রিকেট কাউন্সিল

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে পাকিস্তান। ভারত ও আফগানিস্তানের ২ পয়েন্ট করে। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত হেরেছে প্রথম দুই ম্যাচেই।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সেমি-ফাইনালে। এরপর ফাইনাল হবে নতুন বছরের প্রথম দিন, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।