বক্সিং ডে টেস্টে বোল্যান্ডের অভিষেক-চমক
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2021 11:43 AM BdST Updated: 25 Dec 2021 11:43 AM BdST
রীতি মেনে টেস্টের আগের দিন একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। সেখানে দেখা গেল বড় চমক। অ্যাশেজের বক্সিং ডে টেস্টে ব্যাগি গ্রিন ক্যাপ পেতে চলেছেন স্কট বোল্যান্ড। আগের টেস্টেই প্রায় ৩ বছর পর টেস্টে ফিরে ৫ উইকেট নেওয়া জাই রিচার্ডসন আবার চলে গেলেন একাদশের বাইরে।
মূলত সতর্কতার কারণেই রিচার্ডসনকে বাইরে রাখছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেইড টেস্টে দুই ইনিংসে ৩৮ ওভার বোলিং করা পেসারের পায়ে হালকা চোট আছে। ঝুঁকি না নিয়ে তাকে পর্যাপ্ত বিশ্রাম দিতে চায় অস্ট্রেলিয়া।
টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তই দুয়ার খুলে দিয়েছে বোল্যান্ডের জন্য। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের দারুণ অভিজ্ঞ সেনানী ৩২ বছর বয়সী এই পেসার। ১০ বছরে ৭৯ ম্যাচ খেলে ২৭৯ উইকেটে সমৃদ্ধ তার প্রথম শ্রেণির ক্যারিয়ার।
বোল্যান্ডের টেস্ট ক্যাপ পাওয়ার একটি ঐতিহাসিক গুরুত্বও আছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য। অস্ট্রেলিয়ার সুদীর্ঘ ক্রিকেটে ইতিহাসে ছেলেদের ক্রিকেটে মাত্র দ্বিতীয় আদিবাসী টেস্ট ক্রিকেটার হতে যাচ্ছেন তিনি। এর আগে খেলেছেন কেবল জেসন গিলেস্পি। মেয়েদের ক্রিকেটেও খেলেছেন দুজন, ফেইথ থমাস ও অ্যাশলি গার্ডনার।
এই টেস্টের একাদশে বোল্যান্ডের জায়গা পাওয়ায় বড় ভূমিকা আছে বক্সিং ডে টেস্টের ভেন্যুতে তার দুর্দান্ত পারফরম্যান্সও। ঘরোয়া ক্রিকেটে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড তার ঘরের মাঠ। এই মাঠে ২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৯৬ উইকেট তার। এই মৌসুমে শেফিল্ড শিল্ডের একটি ম্যাচই হয়েছে এখানে। সেটিতে বোল্যান্ডের শিকার ছিল ৮ উইকেট।
আগের টেস্ট থেকে বক্সিং ডে টেস্টের অস্ট্রেলিয়া একাদশে পরিবর্তন আছে আরেকটি। অ্যাডিলেইডে টেস্ট অভিষেকে খারাপ করেননি ঘরোয়া ক্রিকেটের আরেক অভিজ্ঞ পেসার মাইকেল নিসার। তবে বক্সিং ডে টেস্টে বাদ পড়েছেন তিনি। কোভিড পজিটিভ একজনের সংস্পর্শে আসায় আগের টেস্ট থেকে ছিটকে যাওয়া অধিনায়ক প্যাট কামিন্স ফিরেছেন এই টেস্টে।
সাইড স্ট্রেইনের কারণে প্রথম টেস্টের পর ছিটকে যাওয়া পেসার জশ হেইজেলউড এখনও আছেন মাঠের বাইরেই।
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের