ক্রিকেট পরিচালনা বিভাগে আকরামের জায়গায় জালাল

জাতীয় দলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের জন্য নতুন চেয়ারম্যান বেছে নিয়েছে বিসিবি। আকরাম খানের জায়গায় তুমুল আলোচিত এই বিভাগের প্রধান করা হয়েছে জালাল ইউনুসকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2021, 02:14 PM
Updated : 24 Dec 2021, 05:27 PM

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভায় শুক্রবার চূড়ান্ত করা হয় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম। গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের পর থেকে এ দিন পর্যন্ত আগের দায়িত্বই পালন করে আসছিলেন নির্বাচিত বোর্ড পরিচালকরা।

এবারের স্ট্যান্ডিং কমিটি ঘোষণার আগেই অনেক কৌতূহল জন্ম নেয় আকরামের মন্তব্যের সূত্র ধরে। বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগগুলোর একটি বলে বিবেচিত ক্রিকেট পরিচালনা বিভাগে দীর্ঘদিন দায়িত্ব পালন করা আকরাম সম্প্রতি জানান, পারিবারিক সিদ্ধান্তে তিনি আর এই দায়িত্ব চালিয়ে যেতে চান না।

বিসিবি প্রধান নাজমুল হাসান পরে একটি সংবাদ সম্মেলনে বলেন, নিজের দায়িত্বে দারুণ সফল আকরাম এবং তার সঙ্গে তিনি কথা বলবেন। শেষ পর্যন্ত সেখানে পরিবর্তন এলোই।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম জাতীয় নির্বাচক ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করার পর ২০১৩ সালে বোর্ড পরিচালক নির্বাচিত হন। সেবারই দায়িত্ব পান ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে। পরে ২০১৫ সালে তার বদলে দায়িত্ব দেওয়া হয় দেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমানকে। ওই বছরই আবার নাঈমুরের জায়গায় আনা হয় আকরামকে। এরপর থেকে টানা এই দায়িত্বে ছিলেন তিনি।

এবার আকরামের জায়গায় দায়িত্ব পাওয়া জালাল ইউনুসও সাবেক ক্রিকেটার। যদিও আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাননি কখনও। তবে আবাহনী লিমিটেডের সংগঠক হিসেবে দায়িত্ব পালনের পর বিসিবিও আছেন দীর্ঘদিন ধরে। এখনকার বোর্ডে সবচেয়ে পুরনো পরিচালকদের একজন তিনি। সবশেষ দুটি পরিচালনা পর্ষদে তিনি ছিলেন মিডিয়া ও কমিউনিকেশন্স বিভাগের চেয়ারম্যান।

আকরাম অবশ্য একটি বড় দায়িত্ব ঠিকই পেয়েছেন। ফ্যাসিলিটিজ ও ম্যানেজমেন্ট বিভাগের প্রধান তিনি। পাশাপাশি কাজ করবেন ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট নিয়েও।

গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্বে আগের মতোই আছেন খালেদ মাহমুদ, হাই পারফরম্যান্স ইউনিটের দায়িত্বেও রেখে দেওয়া হয়েছে নাঈমুর রহমানকে।

গত দুটি পরিচালনা পর্ষদে কোনো কমিটির প্রধানের দায়িত্ব না পাওয়া অভিজ্ঞ সংগঠক আহমেদ সাজ্জাদুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে টুর্নামেন্ট কমিটির।

জাতীয় দলের আশেপাশে যারা এইচপি ও ‘এ’ দলে নেই, তাদের নিয়ে ‘বাংলাদেশ টাইগার্স’ নামের যে ট্রেনিং পোগ্রামের আলোচনা ছিল, সেটির দায়িত্ব পেয়েছেন কাজী ইনাম আহমেদ।

বিসিবির স্ট্যান্ডিং কমিটিগুলোর দায়িত্বে যারা:

কমিটি

চেয়ারম‍্যান

ভাইস চেয়ারম‍্যান

ওয়ার্কিং কমিটি

এনায়েত হোসেন সিরাজ

 

ক্রিকেট অপারেশন্স

জালাল ইউনুস

খালেদ মাহমুদ

মিডিয়া এন্ড কমিউনিকেশন্স

তানভির আহমেদ

জালাল ইউনুস

ডিসিপ্লিনারি কমিটি

আজম নাছির উদ্দিন

শেখ সোহেল

গেম ডেভেলপমেন্ট

খালেদ মাহমুদ

ফাহিম সিনহা

হাই পারফরম‍্যান্স ইউনিট

নাঈমুর রহমান

আকরাম খান

টুর্নামেন্ট কমিটি

আহমেদ সাজ্জাদুল আলম

খালেদ মাহমুদ

ফিন্যান্স কমিটি

ইসমাইল হায়দার মল্লিক

আলমগীর খান

সিকিউরিটি কমিটি

মঞ্জুর কাদের

নাজিব আহমেদ

গ্রাউন্ডস কমিটি

মাহবুবুল আনাম

শফিল আলম স্বপন চৌধুরি

ফ‍্যাসিলিটিজ ম‍্যানেজমেন্ট কমিটি

আকরাম খান

নাঈমুর রহমান

এইজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি

ওবায়েদ নিজাম

তানভির আহমেদ

আম্পায়ার্স কমিটি

ইফতেখার রহমান মিঠু

নাজিব আহমেদ

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস

সালাউদ্দিন চৌধুরি

 

মেডিক‍্যাল কমিটি

মঞ্জুর আলম

আনোয়ারুল ইসলাম

টেন্ডার এন্ড পারচেজ কমিটি

আনোয়ারুল ইসলাম

শফিউল আলম স্বপন চৌধুরি

অডিট কমিটি

গাজী গোলাম মুর্তজা

ইফতেখার রহমান

উইমেন'স উইং

শফিউল আলম চৌধুরি নাদেল

নাজিব আহমেদ

লজিস্টিকস এন্ড প্রটোকল কমিটি

ফাহিম সিনহা

মঞ্জুর আলম

মার্কেটিং এন্ড কমার্শিয়াল কমিটি

শেখ সোহেল

ইসমাইল হায়দার মল্লিক

ফিজিক‍্যাল চ‍্যালেঞ্জড ক্রিকেট কমিটি

আকরাম খান

আলমগীর খান

অন‍্য কমিটি

বিপিএল

চেয়ারম‍্যান: শেখ সোহেল

সম্পাদক: ইসমাইল হায়দার মল্লিক

বাংলাদেশ টাইগার্স

চেয়ারম‍্যান: কাজী ইনাম আহমেদ

ভাইস চেয়ারম‍্যান: ওবায়েদ নিজাম