‘আমার কথায় অশ্বিন কষ্ট পেয়ে থাকলে আমি খুশি’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Dec 2021 04:42 PM BdST Updated: 24 Dec 2021 04:42 PM BdST
ঘটনা আড়াই বছর আগের। অস্ট্রেলিয়া সফরে কুলদিপ যাদবকে নিয়ে তখনকার ভারত কোচ রবি শাস্ত্রীর একটি মন্তব্য নিয়ে সম্প্রতি নিজের হতাশার কথা জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের বক্তব্য নিয়ে শাস্ত্রীর অবশ্য কোনো অনুশোচনা নেই।
২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেইডে প্রথম টেস্টে চোট পেয়ে ছিটকে যান অফ স্পিনার অশ্বিন। সিডনিতে চতুর্থ টেস্টে ভারতের স্পিনার ছিলেন রবীন্দ্র জাদেজা ও কুলদিপ। প্রথম ইনিংসে দারুণ বোলিংয়ে কুলদিপ ৯৯ রানে নেন ৫ উইকেট। যা ম্যাচ ড্র করে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট সিরিজ জয়ে রাখে বড় ভূমিকা।
ম্যাচের পর শাস্ত্রী বলেছিলেন, বিদেশের মাটিতে ভারতের এক নম্বর স্পিনার হতে পারেন কুলদিপ। সম্প্রতি ইএসপিএনক্রিকইনফোর ‘ক্রিকেট মান্থলি’তে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন বলেন, শাস্ত্রীর মন্তব্যের পর নিজেকে ‘একেবারে বিধ্বস্ত’ মনে হয়েছিল তার।
ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বৃহস্পতিবার দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী তুলে ধরলেন সেই সময়ের প্রেক্ষাপট, দিলেন নিজের মন্তব্যের ব্যাখ্যা।
“একজন কোচ হিসেবে আমি বলব, সবার পাউরুটিতে মাখন লাগানো আমার কাজ নয়। কোনো এজেন্ডা ছাড়াই আমার কাজ হলো প্রকৃত তথ্য তুলে ধরা। অশ্বিন সিডনি টেস্ট খেলেনি, কুলদিপ খেলেছিল এবং চমৎকার বোলিং করে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিল। একজন তরুণ ক্রিকেটার, যে সম্ভবত বিদেশের মাটিতে প্রথম বা দ্বিতীয় টেস্ট খেলছিল, তাকে নিয়ে এমন কিছু বলা যথার্থ।”
“সেই টেস্টে সে দুর্দান্ত বোলিং করেছিল। বিদেশের যে কোনো স্পিনারের মতোই বোলিং করেছিল। তাই, আমি বলেছিলাম, এখানে সে যেভাবে বোলিং করেছে, বিদেশে সে ভারতের এক নম্বর স্পিনার হতে পারে।”
তার মন্তব্য অশ্বিনকে আঘাত দিয়ে থাকলে বরং খুশিই ভারতের সদ্য বিদায়ী কোচ শাস্ত্রী এবং সেটির কারণও তুলে ধরলেন তিনি।
“এখন আমার কথা যদি অন্য কোনো খেলোয়াড়কে আঘাত করে, তাহলে বলব এটা ভালো...আমি এমন একজন কোচ যে চায়, একজন খেলোয়াড় ড্রেসিংরুমে গিয়ে বলুক, ‘আমি কোচকে দেখিয়ে দেব এবং তাকে দারুণ একটা শিক্ষা দেব, দেখাব যে আমি কী’।”
“তাই আমার বক্তব্য যদি তাকে (অশ্বিন) আঘাত করে থাকে তাহলে আমি খুব খুশি। এটা যদি পরে তাকে একেবারে ভিন্ন কিছু করতে উদ্বুদ্ধ করে থাকে, যা সে করেছিল তাহলে আমি খুশি। কারণ, ২০১৯ সালে সে যেভাবে বোলিং করেছিল এবং ২০২১ সালে অস্ট্রেলিয়ায় যেভাবে বোলিং করেছে তা ছিল একেবারে আলাদা।”
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- প্যারিসের রাস্তায় মুন্সীগঞ্জের যুবককে পিটিয়ে হত্যা