আইপিএলের নিলাম ১২ ও ১৩ ফেব্রুয়ারি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2021 07:41 PM BdST Updated: 23 Dec 2021 07:41 PM BdST
দুই দিন ধরে হবে আইপিএলের মেগা-নিলাম। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে চলবে দল গঠনের এই প্রক্রিয়া।
ইএসপিএনক্রিকইনফো বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে জানায়, নতুন দুই ফ্র্যাঞ্চাইজি নিলামে থাকা ক্রিকেটারদের মধ্যে থেকে তিন জন করে দলে নেওয়ার পর জানুয়ারির মাঝামাঝিতে পূর্ণ তালিকা চূড়ান্ত করা হবে।
যদিও নতুন দল দুটির জন্য ক্রিকেটার বাছাই করার চূড়ান্ত তারিখ ছিল ২৫ ডিসেম্বর। তবে এটি এখন নিশ্চিত যে, এই সময়সীমা পিছিয়ে দেওয়া হবে।
আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা ৫ হাজার ৬২৫ কোটি রুপি দিয়ে কিনেছে সিভিসি ক্যাপিটাল পার্টনার্স। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে তাদেরকে তা বুঝিয়ে দেয়নি।
সিভিসির ইতালি ও ব্রাজিলের দুটি বেটিং কোম্পানির সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে এখনও নিজেদের তদন্ত চালিয়ে যাচ্ছে বিসিসিআই। সিভিসিকে আনুষ্ঠানিকভাবে মালিকানা দেওয়ার আগে হাইকোর্টের প্রাক্তন বিচারপতিসহ বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করছে।
আগের আটটি দল এরই মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। নতুন করে দল সাজানোর জন্য ফেব্রুয়ারিতে তারা নিলামে যোগ দেবে।
পুরাতন ফ্র্যাঞ্চাইজিগুলোর মতো নতুন দুই ফ্র্যাঞ্চাইজির জন্যও ক্রিকেটার কেনার পেছনে ব্যয়ের সীমা ৯০ কোটি রুপি। নিলামের আগে তিন জন দলে নেওয়ার পর জানা যাবে নতুন দুই দলের অবশিষ্ট আছে কত অর্থ।
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
-
‘মোসাদ্দেককে ব্যবহারে কৌশলী হতে হবে’
-
শারমিনের ১০৯, অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল ফাহিমা
-
যে কারণে ডেভিডের বিপক্ষে রিভিউ নেননি পান্ত
-
প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- এমবাপে বললেন, পিএসজিতেই থাকছেন তিনি
- প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল