ছন্দে ফিরতে অনুশীলনে মনোযোগী বাংলাদেশ

নিউ জিল্যান্ডে ১১ দিন ঘরবন্দি থেকে স্বাভাবিকভাবেই জড়তা চলে এসেছিল বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে। টানা দুই দিন অনুশীলন করে তা অনেকটাই কেটে গেছে। লিটন দাস মনে করছেন, এভাবে কয়েক দিন অনুশীলন করতে পারলে আবারও ছন্দে ফিরতে পারবেন তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2021, 01:38 PM
Updated : 22 Dec 2021, 01:38 PM

নিউ জিল‍্যান্ডে যাওয়ার ১১ দিন পর পুরো দল প্রথমবারের মতো একসঙ্গে অনুশীলন করার সুযোগ পায় মঙ্গলবার। ক্রাইস্টচার্চের লিঙ্কন বিশ্ববিদ‍্যালয় মাঠে বুধবার দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে দল। অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন কিপার-ব্যাটসম্যান লিটন।

“অনেকদিন পর আমরা রুম থেকে বেরুতে পেরেছি। এটা আমাদের জন্য দারুণ ইতিবাচক বিষয়। গত দুই দিন ধরে আমরা এখানে অনুশীলন করছি। এখানকার সুযোগ-সুবিধা খুবই ভালো। এখানে আমরা আরও এক বা দুই দিন অনুশীলন করব। আস্তে আস্তে আমরা শুরু করেছি সবাই।”

“আমার কাছে মনে হয়, এভাবে যদি আমরা সাত-আট দিন অনুশীলন করতে পারি তাহলে আবারও ছন্দে ফেরার ভালো একটা সুযোগ থাকবে আমাদের।”

নিউ জিল‍্যান্ড যাওয়ার পর করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হওয়া স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ এখনও কোয়ারেন্টিনেই আছেন। গত রোববার দেওয়া নমুনায় নেগেটিভ হওয়ায় বাকিরা পান মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ।

প্রথম টেস্টের আগে এখনও এক সপ্তাহের বেশি সময় হাতে আছে। কোয়ারেন্টিনের ক্লান্তিকর ধকল সামলে এখন সফরকারীদের সামনে চ‍্যালেঞ্জ ১ জানুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের জন‍্য যথাযথ প্রস্তুতি নেওয়ার।