ছন্দে ফিরতে অনুশীলনে মনোযোগী বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2021 07:38 PM BdST Updated: 22 Dec 2021 07:38 PM BdST
নিউ জিল্যান্ডে ১১ দিন ঘরবন্দি থেকে স্বাভাবিকভাবেই জড়তা চলে এসেছিল বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে। টানা দুই দিন অনুশীলন করে তা অনেকটাই কেটে গেছে। লিটন দাস মনে করছেন, এভাবে কয়েক দিন অনুশীলন করতে পারলে আবারও ছন্দে ফিরতে পারবেন তারা।
নিউ জিল্যান্ডে যাওয়ার ১১ দিন পর পুরো দল প্রথমবারের মতো একসঙ্গে অনুশীলন করার সুযোগ পায় মঙ্গলবার। ক্রাইস্টচার্চের লিঙ্কন বিশ্ববিদ্যালয় মাঠে বুধবার দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে দল। অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন কিপার-ব্যাটসম্যান লিটন।
“অনেকদিন পর আমরা রুম থেকে বেরুতে পেরেছি। এটা আমাদের জন্য দারুণ ইতিবাচক বিষয়। গত দুই দিন ধরে আমরা এখানে অনুশীলন করছি। এখানকার সুযোগ-সুবিধা খুবই ভালো। এখানে আমরা আরও এক বা দুই দিন অনুশীলন করব। আস্তে আস্তে আমরা শুরু করেছি সবাই।”
“আমার কাছে মনে হয়, এভাবে যদি আমরা সাত-আট দিন অনুশীলন করতে পারি তাহলে আবারও ছন্দে ফেরার ভালো একটা সুযোগ থাকবে আমাদের।”
নিউ জিল্যান্ড যাওয়ার পর করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হওয়া স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ এখনও কোয়ারেন্টিনেই আছেন। গত রোববার দেওয়া নমুনায় নেগেটিভ হওয়ায় বাকিরা পান মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ।
প্রথম টেস্টের আগে এখনও এক সপ্তাহের বেশি সময় হাতে আছে। কোয়ারেন্টিনের ক্লান্তিকর ধকল সামলে এখন সফরকারীদের সামনে চ্যালেঞ্জ ১ জানুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার।
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘কঁতে আমাদের নেইমার-এমবাপে’