ধারাভাষ্য ক্যারিয়ারের ইতি টানলেন লয়েড

সঙ্গীরা একে একে সবাই চলে গেছেন। ধারাভাষ্য কক্ষ এখন বেশ ফাঁকা লাগে ডেভিড লয়েডের কাছে। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার তাই এবার নিজেও ইতি টেনে দিলেন ধারাভাষ্য ক্যারিয়ারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2021, 05:11 PM
Updated : 21 Dec 2021, 05:11 PM

লয়েডের দীর্ঘদিনের সঙ্গী ডেভিড গাওয়ার, ইয়ান বোথাম, মাইকেল হোল্ডিং ছেড়ে দিয়েছেন ধারাভাষ্য। বব উইলিস তো ছেড়ে গেছেন পৃথিবীই। মঙ্গলবার ধারাভাষ্য থেকে অবসরের ঘোষণা দিয়ে লয়েড স্কাই স্পোর্টসের সঙ্গে ২২ বছরের সম্পর্কের সমাপ্তি টেনে দিলেন।

“আমি সিদ্ধান্ত নিয়েছি, মাইক্রোফোন ছেড়ে দেওয়ার এখনই সঠিক সময়। যে খেলাকে ভালোবাসি, সেটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করা বিশাল সৌভাগ্যের।”

ইংল্যান্ডের হয়ে ৯ টেস্ট ও ৮ ওয়ানডে খেলার সুযোগ হয়েছিল লয়েডের। আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ না হলেও প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্যারিয়ার বেশ সমৃদ্ধ ছিল তার।

২০ বছরের খেলোয়াড়ি জীবন শেষে লয়েড প্রথম শ্রেণির ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করেন। এরপর রেডিওতে ধারাভাষ্যকার হিসেবে যোগ দেন।

এই পেশা ছেড়ে তিনি শুরু করেন কোচিং ক্যারিয়ার। ১৯৯৬ সালে ইংল্যান্ডের কোচ হন। ১৯৯৯ সালের বিশ্বকাপের পর কোচিং পেশারও ইতি টানেন লয়েড।

আবার ফেরেন ধারাভাষ্যকার হিসেবে। স্কাই স্পোর্টসের সঙ্গে দুই দশকের বেশি সময় কাজ করার পর এবার তিনি থামলেন।