রুটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন পন্টিংয়ের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Dec 2021 10:57 PM BdST Updated: 21 Dec 2021 10:57 PM BdST
-
ইংলিশ অধিনায়ক জো রুট
-
সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং
অ্যাশেজ সিরিজে অ্যাডিলেইড টেস্টে ইংল্যান্ডের হারের পর অধিনায়ক জো রুটের কড়া সমালোচনা করেছেন রিকি পন্টিং। নিজের বোলারদের প্রতি রুট যথেষ্ট কঠোর ছিলেন না বলে মনে করছেন এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি।
গোলাপি বলে সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ দিন সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭৫ রানে হারে ইংল্যান্ড। ম্যাচ শেষে নিজেদের বোলিং নিয়ে হতাশা প্রকাশ করেন রুট। বলেন, পেসাররা অনেক বেশি শর্ট লেংথে বোলিং করেছেন।
ইংলিশ অধিনায়কের মন্তব্য অবাক করেছে পন্টিংকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে তিনি বলেন, অধিনায়ক হিসেবে রুটের উচিত ছিল বোলারদের লেংথ পরিবর্তন করা নিয়ে কথা বলা।
“যখন শুনছিলাম যে (রুট তার বোলারদের লেংথ নিয়ে কথা বলছে), আমি চেয়ার থেকে প্রায় পড়ে যাচ্ছিলাম। বোলার পরিবর্তন করা কার কাজ? তাহলে সে অধিনায়ক কেন?”
“বোলাররা কোন লেংথে বল করবে সেটা নিয়ে যদি তাদের ওপর প্রভাব রাখতে না পারে, তাহলে মাঠে সে কী করছে?”

সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং
“রুট যা খুশি বলতে পারে, কিন্তু একজন অধিনায়ককে বুঝতে হবে তার চাওয়া অনুযায়ী বোলাররা বোলিং করছে কি-না। যদি তারা কথা শুনতে না চায়, তাহলে বোলিং থেকে তাদের সরিয়ে নাও, সহজ হিসাব।”
“অন্য কাউকে সুযোগ দাও, যে অধিনায়কের চাওয়া অনুযায়ী বোলিং করবে অথবা মাঠে তাদের সঙ্গে কঠোর হয়ে আলোচনা করো, তাদের জানাও তুমি কী চাও। এটাই অধিনায়কত্ব। তাদের সঙ্গে যদি এই আলোচনা হতো তাহলে ফলাফল অন্যরকম হতে পারত।”
প্রথম দুই টেস্টে বড় হারে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। আগামী রোববার মেলবোর্নে শুরু হবে তৃতীয় টেস্ট।
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল